কলকাতা: চলতি বছর হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের সময় বিজেপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দেখা গিয়েছিল দলের অন্দরে। এবার সেই একই ঘটনা পুনরায় ঘটলো কলকাতা পুরসভার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই। বিজেপির একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে প্রার্থী তালিকা নিয়ে এবং তার ভিত্তিতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করেছে। এই ইস্যুতে আবার অস্বস্তির সম্মুখীন ভারতীয় জনতা পার্টি শিবির।
আসলে কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলরদের তিস্তা দাস বিশ্বাসের স্বামী গৌরবকে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। কিছুদিন আগে তিস্তা পথ দুর্ঘটনায় মারা যান। তাই তার স্বামীকে প্রার্থী করার কথা ভেবেছিল বিজেপির একাংশ। গৌরব নিজেও প্রার্থী হতে রাজি ছিলেন কিন্তু বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে এই ওয়ার্ডের রাজর্ষি লাহিড়ী নামে একজনকে প্রার্থী করা হয়েছে। সেই নিয়েই এখন বড় সমস্যা বিজেপির অন্দরে। এদিকে এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ গৌরব নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও তাকে প্রার্থী কেন করা হয়নি তার অন্য ব্যাখ্যা দিয়েছে বিজেপি নেতৃত্ব। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, গৌরবের জীবনে বিপর্যয় ঘটে গিয়েছে তার জন্য তারা ওর প্রতি সমব্যথী। তিনি এখন একটু বেশি অনুভূতিপ্রবণ হয়ে পড়েছেন।
আরো জানা গিয়েছে যে এই ওয়ার্ডে ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে সন্তুষ্ট নয় বিজেপির একাংশ। যেমন রয়েছে ৫০ নম্বর ওয়ার্ড এবং ৮৭ নম্বর ওয়ার্ড। অনেকেই ভেবেছিল যে এখানে পছন্দমত প্রার্থীকেই টিকিট দেওয়া হবে কিন্তু সেটা আদতে হয়নি। সেই প্রেক্ষিতে অনেকে প্রার্থী হতে না পারার জন্য সামগ্রিকভাবে ক্ষোভ দেখিয়েছেন বিজেপি রাজ্য দফতরে গিয়ে।