ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত

হাবড়া: ভর সন্ধ্যায় ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সমীর সরকার ওরফে সাধুকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলা হবে৷

সোমবার ভর সন্ধ্যায় হাবড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠেছিল সমীরের বিরুদ্ধে৷ রীতিমতো চাকুতে করে পার্থসারথী বিশ্বাসের দেহটাকে কুপিয়ে রক্তাক্ত করে দেয় সে৷ দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে শিউড়ে উঠেছিলেন পুলিশ কর্তারা৷ এরপর থেকেই চলছিল অপরাধীর খোঁজে তল্লাশি৷ এদিকে এভাবে ভর সন্ধ্যায় এলাকায় দোকানে ঢুকে ব্যবসায়ী হত্যার ঘটনায় পুলিশি নিরাপত্তার প্রশ্ন তুলে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাসিন্দারা৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাদুড়িয়া থানার কানুপুর দক্ষিণ চাতড়া এলাকার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছে অভিযুক্ত ব্যবসায়ী৷ মঙ্গলবার রাতে সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশের একটি সূত্রের দাবি, গ্রেফতারি এড়াতে গত ২৪ ঘণ্টায় অন্তত তিনবার নিজের ডেরা বদলেছিল অভিযুক্ত৷ তবে শেষ রক্ষে হয়নি৷ আজ ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রের খবর৷

একেবারে ফিল্মি কায়দায় গত সোমবার সন্ধ্যায় হাবড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠেছিল সমীরের বিরুদ্ধে৷ রীতিমতো চাকুতে করে পার্থসারথী বিশ্বাসকে কুপিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়৷ ঘটনার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার  ১৫-২০ মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন পার্থ৷ চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তপাত এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের কারণেই মৃত্যু৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক৷

ব্যবসায়িক শত্রুতার জেরে খুন বলে মনে করছেন এলাকাবাসী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই ফার্ণিচার ব্যবসায়ীকে হত্যা করেছিল স্বর্ণ ব্যবসায়ী৷ তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =