লন্ডন: প্রকাশ্যে এল প্রিন্সেস ডায়ানার বিয়ের পোশাক৷ বৃহস্পতিবার তা এক প্রদর্শনীতে রাখা হয়। ১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর বিয়ের পোশাক নিয়ে আজও ব্রিটিশদের আগ্রহ অনেক বেশি। এত বছর পরও সেই পোশাক নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি হওয়ায় তার সুরক্ষার কথা ভেবে প্রদর্শনীর আগের রাতে সিল্কের পোশাকটি লুকিয়ে রেখেছিলেন পোশাকের ডিজাইনার ডেভিড ও এলিজাবেথ ইমানুয়েল।
কেনসিংটন প্যালেসে ‘রয়্যাল স্টাইল ইন দ্য মেকিং’–এর আয়োজনে ওই প্রদর্শনী বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে। শুধু পোশাক প্রদর্শনীই নয়, সেখানে প্রিন্সেস ডায়ানার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট নিয়েও আলোচনা হবে। দুষ্প্রাপ্য লেস, মুক্তো ও হাজারো চুমকি খচিত ডায়ানার বিয়ের পোশাকের পেছনের দিকটি ছিল ২৫ ফুট লম্বা৷ এটিই ছিল ব্রিটিশ রাজবধূদের বিয়ের পোশাকের মধ্যে সবচেয়ে লম্বা। প্রদর্শনীর পরিচালক ম্যাথিউ স্টোরি উদ্বোধনীর আগে সাংবাদিকদের জানান, এটি অনেক বড় পোশাক। ডায়ানার বিয়ের আগে রাজ পরিবারের সবচেয়ে লম্বা ওড়নার মাপ ছিল ২০ ফুট। নিচে নেট ব্যবহার করে গাউনটি ফোলানো হয়েছিল৷
ডায়ানা পরার আগে তাঁর বিয়ের পোশাকটি আর কেউ চাক্ষুষ করেননি৷ ডায়ানা মারা যাওয়ার পর তাঁর ভাই আর্ল স্পেনসারের কাছে রাখা ছিল বিয়ের গাউনটি। এর আগে ‘ডায়ানা: আ সেলিব্রেশন’ নামক প্রদর্শনীতে তাঁর অনেক পোশাকের মধ্যে বিয়ের গাউনও রাখা হয়েছিল৷ সেই প্রদর্শনী হয়েছিল যুক্তরাষ্ট্রের ওহিয়ো রাজ্যের সিনসিনাটি জাদুঘর সেন্টারে। ২০১৪ সালে প্রিন্স হ্যারি ৩০ বছরে পা দিতেই ডায়ানার ইচ্ছে অনুযায়ী তাঁর ভাই আর্ল স্পেনসার বিয়ের পোশাকটি প্রিন্স উইলিয়াম ও হ্যারিকে ফেরত দিয়ে দেন। বর্তমানে অনুষ্ঠিত প্রদর্শনীর জন্য বিয়ের পোশাকটি উইলিয়াম ও হ্যারিই দিয়েছেন। ডায়ানা ছাড়াও প্রদর্শনীর আলোচনায় থাকবে রানি এলিজাবেথ, প্রিন্সেস মার্গারেট ও কুইন মাদারের পোশাক ডিজাইনারদের কাজের প্রসঙ্গও। উল্লেখ্য, বেঁচে থাকলে ১ জুলাই ডায়ানার বয়স ৬০ বছর হত। কেনসিংটন প্যালেসের বাগানে হ্যারি ও উইলিয়াম ডায়ানার মূর্তি উন্মোচন করবেন বলেও জানা গিয়েছে এএফপি সূত্রে৷