বেলজিয়াম: দোষ করল কে, আর শাস্তি হল কার! স্ত্রীর হাতে এক দোকান কর্মী নিগৃহীত হওয়ায় রাষ্ট্রদূতের পদ খোয়ালেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত পিটার লেশাওয়ার৷ বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে৷ একটি দোকানে গিয়ে সেখানকার কর্মীকে চড় মারেন স্ত্রী জিয়াং জুয়েকিউ। স্ত্রী দোষ করলেও শাস্তির হাত থেকে রেহাই পেলেন না স্বামী। এমনকি ক্ষমা চেয়েও কোনও লাভ হয়নি৷
বিবিসিতে প্রকাশিত খবর অনুযায়ী, গত ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার সিউলের ইয়ংসান–গু এলাকায় একটি দোকানে গিয়ে এক ঘণ্টা ধরে জামাকাপড় দেখেন ৬৩ বছর বয়সি জিয়াং। বেরনোর সময় এক কর্মী তাঁর পিছন পিছন আসেন৷ কারণ সেসময় জিয়াংয়ের পরনে যে জ্যাকেট ছিল, তা ওই দোকানেরই। কিন্তু সেগুলো নতুন কি না বা তিনি এর দাম দিয়েছেন কিনা৷ নাকি দাম পরিশোধ না করেই তিনি বেরিয়ে যাচ্ছেন, তা খতিয়ে দেখতে চেয়েছিলেন ওই কর্মী। জিয়াং পণ্য চুরি করেছেন, এমন সন্দেহ হওয়ায় তিনি দোকান থেকে কোনও কাপড় লুকিয়ে নিয়ে যাচ্ছেন কি না, তা দেখতে চেয়েছিলেন এক কর্মী। যখন তিনি দোকানের বাইরে রাস্তায় বেরিয়ে নিশ্চিত হয়ে যান যে ওই জ্যাকেটটি তাঁর দোকানের নয়, ওই কর্মী ক্ষমা চান এবং ভিতরে চলে আসেন৷ পরে জিয়াং পিছনে ফিরে এসে ওই কর্মীকে ধাক্কা দেন। তখন অন্য এক মহিলা কর্মী তাঁর সহকর্মীকে সাহায্য করতে এগিয়ে এলে, তাঁকেও চড় মারেন জিয়াং।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এহেন অনভিপ্রেত আচরণের জন্য দোকান কর্মীর সঙ্গে দেখা করে তাঁর কাছে ক্ষমা চান জিয়াং। তবে বিদেশমন্ত্রী সোফি উইলমস সিদ্ধান্ত নেন, দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের পদে রাখা হবে না জিয়াংয়ের স্বামী লেশাওয়ারকে। ২০১৮ সাল থেকে তিন বছর ধরে ওই পদে ছিলেন তিনি।