মেয়ে হয়েছে, শুনেই স্ত্রীকে হাসপাতালে ফেলেই পালাল স্বামী!

মেয়ে হয়েছে, শুনেই স্ত্রীকে হাসপাতালে ফেলেই পালাল স্বামী!

মালদা: কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে এক বেসরকারি হাসপাতালে ফেলে রেখে পালাল স্বামী। ঘটনাটি ঘটেছে মালদার এক বেসরকারি হাসপাতালে। অবশেষে ২২ দিন পর মালদা জেলা পুলিশের তৎপরতায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে নিয়ে যাওয়া হল হোমে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ সকলেই, গুনধর স্বামী সহ শ্বশুরবাড়ির শাস্তির দাবিতে সরব হয়েছেন৷

জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামীর নাম সুরাজ বেসরা। পেশায় শ্রমিক। বাড়ি বালুরঘাটের মঙ্গলপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে প্রেম করে বিয়ে হয় তাদের। ১২ নভেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে মালদার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপরই গত ২২ দিন ধরে পরিবারের কোনও সদস্য তার সাথে দেখা করতে আসেনি।

এই পরিস্থিতিতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানেন, ‘‘তারা পুত্র সন্তান চেয়েছিল কিন্তু কন্যা সন্তান হওয়ার কারণেই তাকে এই বেসরকারি হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছে।’’ ঘটনা শুনে চমকে ওঠেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ৷ ২২ দিন ধরে তার চিকিৎসা করে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মালদা জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাকে মালদার হোমে রাখার ব্যবস্থা করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ প্রশ্ন উঠছে, নারী-পুরুষ সমান সমান একথা তবে কি এখনও কাগুজে হয়েই রয়ে গেল৷ মানুষের মননের বিকাশ কি আদতে হল না? সকলেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন৷ পুলিশ জানিয়েছে, শীঘ্রই অভিযুক্তদের পরিবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 1 =