অশোকনগর: বরাদ্দ রেশনের সামগ্রীর চেয়ে পরিমাণে কম দেওয়ার অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে৷ ঘটনার জেরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর দিগবেরিয়া পঞ্চায়েতের চাঁদপুর অবৈতনিক প্রাইমারি বিদ্যালয়ে৷
বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় ডিলার বরাবরই বরাদ্দ পরিমাণের চেয়ে কম দেন৷ বারংবার এবিষয়ে জানিয়েও সমস্যার সুরাহা না হওয়াতেই এদিন তাঁরা ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন৷ বাসিন্দারা জানান, ডিসেম্বর মাসের ১তারিখ থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে এলাকায়৷ অভিযোগ গ্রামবাসীদের এক কিলো চাল কম দেওয়া হচ্ছে। এই নিয়ে সরব হয় গ্রামবাসীরা৷
শুক্রবার ফের একবার যখন দুয়ারে রেশন প্রকল্প শুরু হয় ওই জায়গাতেই গ্রামবাসীরা স্থানীয় ডিলারকে আটকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিন নাজমুল হোসেন নামে ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডিলার একাধিক সময় মাল কম দিয়ে থাকে৷ অভিযোগ, অতীতে গ্রামবাসীদের প্রায় ৪০০ জনের বরাদ্দ সামগ্রী আত্মসাৎ করেছেন ডিলার৷
বাসিন্দাদের কথায়, দিনের পর দিন বেনিয়ম চলে আসছে৷ বারংবার বলেও লাভ হয়নি৷ তাই বাধ্য হয়েই ঘেরাও আন্দোলনের কর্মসূচি৷ যদিও অভিযুক্ত ডিলার নাজমুল হোসেন অভিযোগ মানতে নারাজ৷ তিনি বলেন, ‘‘খাদ্য দফতর থেকে বরাদ্দ সামগ্রীর চেয়ে কম পরিমাণ সামগ্রী দেওয়া হচ্ছে৷ তারই জেরে মাল কম দিতে বাধ্য হচ্ছি৷’’ খবহর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ খবর দেওয়া হয়েছে খাদ্য দফতরেও৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা৷