কলকাতা: নিম্নচাপের জেরে সকাল থেকেই মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে৷ সেই ধাক্কায় কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমেছে৷ যদিও তাপমাত্রার এই পতনকে শীত বলতে নারাজ আবহাওয়াবিদরা৷ বরং মেঘলা আকাশের জেরেই এই শীত শীত ভাব৷ আর এই মেঘই বাধা দিচ্ছে উত্তুরে হাওয়াকে৷ আবার রাতে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আবহমণ্ডলের বাইরে যেতে পারছে না এই মেঘের জন্যেই৷ তাই রাতের তাপমাত্রাও তেমন কমছে না৷
আরও পড়ুন- উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া রূপ, বেলেঘাটা আইডি-তে ‘ওমিক্রন রুম’ খোলার নির্দেশ রাজ্য সরকারের
নভেম্বরের শুরু থেকেই শীতের অপেক্ষায় বঙ্গবাসী৷ কবে রাজ্যে শীত ঢুকবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে৷ তবে কি জওয়াদ সরলেই রাজ্যে ঢুকবে শীত? না, তেমন আশ্বাস এখনই দিচ্ছেন আবহবিদেরা৷ তবে তাঁরা মনে করছেন, মেঘলা আকাশ পরিষ্কার হলেই উত্তুরে হাওয়া ঢুকবে। শীতের প্রবেশের পথ অনুকূল হবে। এক আবহবিজ্ঞানী জানান, ‘‘সমুদ্রে কোনও শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা আবহাওয়ার উপর গভীর প্রভাব ফেলে। এর ফলে স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বিদায় নেওয়ার পরেও পুরনো ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লেগে যায়।’’
সাধারণত উত্তর ভারতের পাহাড়ি এলাকায় তুষারপাত হওয়ার পর উত্তর-পশ্চিম ভারতে জাঁকিয়ে শীত পড়ে৷ পরে সেখান থেকেই কনকনে শীতল হাওয়া পূর্ব ভারতে ঢুকে পড়ে৷ তখনই প্রকৃত ঠাণ্ডা পরে৷ বেসরকারি সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে৷