অমিত শাহের পদত্যাগ চাইছে তৃণমূল! নাগাল্যান্ড ইস্যুতে ক্ষুব্ধ ঘাসফুল

অমিত শাহের পদত্যাগ চাইছে তৃণমূল! নাগাল্যান্ড ইস্যুতে ক্ষুব্ধ ঘাসফুল

কলকাতা: ভুল তথ্যের ওপর ভিত্তি করে নাগাল্যান্ডের গুলি চালানো হয়েছে সাধারণ মানুষের ওপর এবং হত্যা করা হয়েছে একাধিক জনকে। এই নিয়ে বিরাট ভাবে ক্ষোভ প্রকাশ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। নাগাল্যান্ডের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সেখানে প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল ঘাসফুল শিবিরের কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকার কারণে সেই সফর বাতিল করা হয়েছে। তবে বাংলায় সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে তৃণমূল। তাদের স্পষ্ট বক্তব্য, অমিত শাহের পদত্যাগ চাই।

নাগাল্যান্ডের যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের ৪-৫ জন সাংসদের। সেই তালিকায় ছিলেন সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। তবে শেষ মুহূর্তে বিমানবন্দর পৌঁছে অবশ্যই সফর বাতিল করতে হয় তাদের। পরে কলকাতায় সাংবাদিক বৈঠক করে তারা স্পষ্ট দাবি করেন, নাগাল্যান্ডের যারা প্রাণ হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্যই তারা যাচ্ছিলেন কিন্তু সেই রাজ্যে ১৪৪ ধারা জারি থাকায় এই সফর বাতিল করা হয়েছে। তবে নাগাল্যান্ডের ঘটনার ক্ষেত্রে তারা স্পষ্ট বলেন যে, দেশের প্রতিরক্ষা ব্যাপারে এটা বিরাট বড় ব্যর্থতা আর সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাইছেন তারা। একই সঙ্গে তাদের বক্তব্য, শুধুমাত্র বিশেষ তদন্তকারী দল গঠন করে কিছু হবে না, এই ঘটনার আসল কারণ জানতে চান সকলে।

প্রসঙ্গত, নাগাল্যান্ডের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই সংসদে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, বড় রকমের ভুল বোঝাবুঝির কারণে এবং আত্মরক্ষার স্বার্থে নাগাল্যান্ডের ঘটনা ঘটেছে। তিনি জানান, শনিবার রাতে খনি শ্রমিকদের গাড়িতে সেনা গুলি চালিয়েছিল তাদের জঙ্গি মনে করে। এরপর গ্রামবাসীরা অসম রাইফেলসের শিবিরে চড়াও হলে জওয়ানরা আত্মরক্ষার্থে গুলি চালান। সেখানেও একাধিক গ্রামবাসীর মৃত্যু হয় এবং একজন সেনার মৃত্যু ঘটে। গোটা ঘটনাকেই প্রচন্ড দুঃখজনক ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার প্রেক্ষিতে বিশেষ তদন্তকারী দল তদন্ত করবে এবং আগামী এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =