ক্যাপিটল হিংসায় উস্কানির জের, ২ বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ ট্রাম্প

ক্যাপিটল হিংসায় উস্কানির জের, ২ বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ ট্রাম্প

2549384f44f38cd449e06198717fd5cf

ওয়াশিংটন:  ২ বছরের জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করল ফেসবুক৷ চলতি বছর জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে হিংসার ঘটনায় দলীয় সমর্থকদের উস্কানির অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এবার সেই মেয়াদ বাড়িয়ে ২ বছর করা হল৷ ফেসবুকের তরফে বলা হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে৷ প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি থেকেই এই নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ 

আরও পড়ুন- ২৬ ঘণ্টায় এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড মহিলার

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘‘ যে সকল কারণের ভিত্তিতে ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা অত্যন্ত গুরুতর। আমরা মনে করি তাঁর পদক্ষেপগুলি আমাদের নিয়মনীতি লঙ্ঘন করেছে। আমাদের বিধি অনুযায়ী এই ভুল শাস্তি যোগ্য৷’’ সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যদি পরবর্তী ক্ষেত্রে মনে হয় জনগণের নিরাপত্তা ঝুঁকি কমেছে, তাহলে প্রাক্তন প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে৷ তবে যদি দেখা যায়, মেয়াদের পরেও জনগণের মধ্যে আশঙ্কা থাকছে, তাহলে মেয়াদ আরও বাড়ানো হবে৷ 

ফেসবুকের বক্তব্য, কোনও রাজনৈতিক উস্কানিমূলক কথা মেনে নেওয়ার প্রশ্ন নেই৷ এদিকে ফেসবুকের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ট্রাম্প৷ তাঁর কথায়, এই সিদ্ধান্ত ভোটারদের অবমাননার সামিল৷ মানুষকে চুপ করানোর জন্য ওঁদের নিস্তার হবে না৷ ‘এর জন্য ফেসবুকের অনুমোদন দেওয়াই উচিত নয়৷’ প্রসঙ্গত, ক্যাপিটল হিলের ঘটনায় ট্রাম্পকে আজীবন নিষিদ্ধ করেছে টুইটার৷ সেই পথে হেঁটেছে অ্যালফাবেটের ইউটিউবও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *