‘প্রচণ্ড দুঃখজনক খবর’, বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত মমতা

‘প্রচণ্ড দুঃখজনক খবর’, বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মাহত মমতা

কলকাতা: তামিলনাড়ুতে বিরাট বড় হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছেন সিডিএস বিপিন রাওয়াত সহ আরো অনেকে। ইতিমধ্যেই ১১ জনের মৃত্যুর খবর উঠে আসছে যাদের মধ্যে রয়েছেন বিপিনের স্ত্রী মধুলিকা। তবে সিডিএস রাওয়াতের ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য এখনো সামনে আসেনি তাই উৎকণ্ঠা বাড়ছে মুহূর্তে মুহূর্তে। এই ইস্যুতে দুঃখ প্রকাশ করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এটি প্রচন্ড দুঃখজনক খবর।

এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ কুন্নুরে ভেঙে পড়ে সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার। ঘটনাস্থলের কাজ করছে সেনাবাহিনীর সহ স্থানীয় বাসিন্দারা এবং ইতিমধ্যেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে পূর্ণাঙ্গ সাহায্য করতে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, আজ গোটা দেশ সিডিএস বিপিন রাওয়াত এবং তার পরিবারের সদস্যের জন্য প্রার্থনা করছে। একইসঙ্গে তাদের জন্য প্রার্থনা করছে যারা হেলিকপ্টারে ছিলেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অবশ্য তিনি প্রশাসনিক বৈঠক চলাকালীন সময়ের আগেই তো শেষ করে উঠে আসেন। ‌ মমতা জানিয়েছিলেন, “দুঃখ প্রকাশের ভাষা আমাদের নেই। আমরা ব্যথিত। আরো কিছু আলোচনার ছিল কিন্তু এমন একটা দুঃসংবাদ পাওয়ায় একটু আগেই বৈঠক শেষ করলাম।”

প্রসঙ্গত, আপাতত যা খবর পাওয়া যাচ্ছে তাতে সাড়া দিয়েছে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সিডিএস বিপিন রাওয়াত। ‌ তবে এই টুকুই খবর এখনো পর্যন্ত মিলেছে। পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি সেনাবাহিনীর তরফে। তবে সকলের আসা তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং হাসপাতাল থেকে কিছু ভালো খবর আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + seventeen =