কলকাতা: ফের পুলিশি নির্যাতনের শিকার টেট উত্তীর্ণ প্রার্থীরা৷ নিয়োগের দাবিতে শুক্রবার বিধাননগর করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভরত হবু শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ৷ আন্দোলনরত চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে ভ্যানে তোলে পুলিশ৷ সেই সময় পুলিশ ভ্যানের সামনে বসে পড়েন বেশ কিছু টেট উত্তীর্ণ প্রার্থী৷ তাঁদেরও জোড় করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়৷ রাতে থানা থেকে ছাড়া পান তাঁরা৷
আরও পড়ুন- রেলের গ্ৰুপ ডি’র শূন্যপদে নিয়োগ, বাতিল প্রায় ৫ লক্ষ আবেদন
টেট উত্তীর্ণ প্রার্থীরা জানান, বিধানসভা ভটোরে আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেয়েছিলেন, ২০১৪ সালে টেট উত্তীর্ণ সকল প্রার্থীকে পুজোর আগেই নিয়োগ দেওয়া হবে৷ পুজোর পর আরও কিছু টেট উত্তীর্ণ প্রার্থীকে চাকরি দেওয়া হবে৷ কিন্তু সেই প্রতিশ্রুতি মাফিক এখনও নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি৷ ২০১৯ সালের টেট পরীক্ষার ফলও প্রকাশ করা হচ্ছে না৷ এদিকে, ২০১৪ সালে টেট পাশ করা বহু প্রার্থীর বয়সই ৪০ পেরিয়ে গিয়েছে৷ যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগ পাচ্ছে না৷ অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করা না হলে ফের পর্ষদ অফিসের সামনে তাঁরা বিক্ষোভ দেখাবেন বলেও হুঁশিয়ারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের৷
অন্যদিকে, শীত-গ্রীষ্ম-বর্ষা উপেক্ষা করে টানা ৯ মাস গান্ধী মূর্তির সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবম থেকে দ্বাদশের মেধা তালিকাভুক্ত প্রার্থীরা৷ অনেকে আবার সন্তানকে বুকে জড়িয়েই পড়ে রয়েছেন রাস্তায়৷ তাঁদের কথায়, শিক্ষক নিয়োগ অনেক দুর্নীতি হয়েছে৷ বেআইনি ভাবে নিয়োগ হয়েছে৷ অথচ অভিযুক্তদের কোনও শাস্তি হয়নি৷ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মাফিক যোগ্যরা চাকরি পাননি৷ যার জেরেই যোগ্যতা থাকা সত্বেও তাঁদের পথে বসানো হয়েছে৷ নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির কোনও বিষয়েই মেধা তালিকা ও অপেক্ষারত প্রার্থীদের তালিকা ১:১:৪ অনুপাতে হয়নি৷