জীবন-জীবিকা-পরিবেশে জোর! ‘স্টিয়ারিং, বামদিকে ঘুরিয়ে দিন.’ স্লোগানে ইস্তেহার প্রকাশ বামেদের

জীবন-জীবিকা-পরিবেশে জোর! ‘স্টিয়ারিং, বামদিকে ঘুরিয়ে দিন.’ স্লোগানে ইস্তেহার প্রকাশ বামেদের

কলকাতা: কলকাতা পুরসভা ভোটের আগে ইস্তেহার প্রকাশ করেছে বামফ্রন্ট৷ তাঁদের ইস্তেহারে জোর দেওয়া হয়েছে জীবন-জীবিকা ও পরিবেশের উপরে৷ সাধারণ মানুষের জন্য যা যা করণীয়, তার সব কিছুই ইস্তেহারে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বাম নেতারা৷ 

আরও পড়ুন- ‘দশ দিগন্ত কলকাতা’, ইস্তেহার প্রকাশ করে ব্যাখ্যা দিলেন সুব্রত

পুরভোটকে কেন্দ্র করে জোর কদমে প্রচারে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল৷ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বামেরা যে কোনও দলকে সমর্থন করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে৷ কলকাতা পুরভোটে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিতে চাইছেন বাম নেতৃত্ব৷ কলকাতা পুরভোটে সবার আগে প্রার্থী তালিকা প্রকাশই নয়, সবার আগে ইস্তেহারও প্রকাশ করেছে তারা৷ প্রতি ওয়ার্ডে শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজার থেকে শুরু করে পানীয় জল, নিকাশি ব্যবস্থার উন্নতি সহ গুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে৷ এবার পুর ভোটে তাঁদের স্লোগান, ‘কলকাতার স্টিয়ারিং, বামদিকে ঘুরিয়ে দিন’। 

বামেদের ইস্তেহার খুব একটি ঝকঝকে ছিল না৷ তবে তাঁদের ইস্তেহারে তুলে ধরা হয়েছে লকডাউন পর্বে বামেদের শ্রমজীবী ক্যান্টিন, শ্রমজীবী বাজার থেকে রেড ভলান্টিয়ার্সদের কথা৷ বলা হয়েছে, রেজ ভলেন্টিয়ার্সদের ইউনিট প্রস্তুত করা হবে৷ যাবে কারও বিপদে তাঁরা দ্রুত ঝাঁপিয়ে পড়তে পারে৷ এছাড়াও এসএসসি শিক্ষক ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতের মাঝেই ২৮ হাজার শূন্যপদে নিয়োগের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷ কলকাতার জল নিকাশি ব্যবস্থা উন্নত করার কথাও বলা হয়েছে৷ নীল সাদা রঙে তৃণমূলের শহর সাজিয়ে তোলা নিয়েও কটাক্ষ করেছে বামেরা৷ তাঁদের কথায়, ‘নীল-সাদা ছকে মোড়া শহরের রাস্তায়;জমা জল, ম্যানহোলে বর্ষায় বাঁচা দায়!’  

বামেদের ইস্তেহারে জোর দেওয়া হয়েছে পরিবেশের উপরেও৷ দূষণ রুখতে গ্রিন জোন গড়ে তুলে কলকাতাকে পরিবেশ বান্ধব করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ প্রতিটি এলাকায় সম্প্রীতি গড়ে তোলার বার্তাও দেওয়া হয়েছে৷ পুরসভার স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি হাসপাতালগুলির স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের অঙ্গীকার রয়েছে বাম ইস্তেহারে৷ 

সর্বোপরী সমাজের ভারসাম্য বজায় রাখতে জীবন ও জীবিকার কথা বলা হয়েছে৷ সবকাজে সমবেতন ও কর্মসংস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বাম নেতৃত্ব৷ প্রত্যেক ব্যক্তির কর্ম সংস্থানের কথা উল্লেখ করে লেখা হয়েছে, ‘‘সব হাত কাজ পাক, সব পেটে ভাত৷ এইবার এ শহরে মানুষের বাজিমাত।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =