সাতসকালেই পুলিশি লাঠিচার্জ থেকে প্রার্থীর সঙ্গে হাতাহাতি, সিসিটিভি ঢাকার অভিযোগ

সাতসকালেই পুলিশি লাঠিচার্জ থেকে প্রার্থীর সঙ্গে হাতাহাতি, সিসিটিভি ঢাকার অভিযোগ

কলকাতা: ২০২০ সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল আজ সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির জন্য কলকাতা পুরসভার নির্বাচন এতদিন হয়নি। কিন্তু আজ নির্বাচন শুরু হওয়ার সময় থেকেই দফায় দফায় উত্তেজনার খবর আসছে। একদিকে যেমন রয়েছে বুথে সিসিটিভি কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ, অন্যদিকে আবার পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে। এদিকে প্রার্থীর সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়েছে দলীয় সমর্থকদের বলে জানা গিয়েছে।

সাত নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বিজেপি এবং নির্দল প্রার্থীর মধ্যে বচসা বাধে। নির্দল প্রার্থীর অভিযোগ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল যখন দুই পক্ষের সমর্থকদের হাতাহাতি চলছিল। এদিকে আবার বিজেপি প্রার্থীর দাবি যে তাঁকে বুথে ঢুকতে বাঁধা দেওয়া হচ্ছে। অন্যদিকে ব্রেবোর্ন রোড সংলগ্ন ৪৫ নম্বর ওয়ার্ডে পুলিশের লাঠিচার্জ করার মতো ঘটনা ঘটেছে। সেখানে কংগ্রেস অভিযোগ তোলে যে ভুয়ো ভোটার দিয়ে ভোট করানো হচ্ছিল। এদিকে আবার তাদের পাল্টা আক্রমণ করে বিজেপি জানিয়েছে যে কংগ্রেস নিজেরাই ছাপ্পা ভোট করাচ্ছে।

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ওয়ার্ডে অভিযোগ করা হচ্ছে যে তারা সিসিটিভি অকেজো করে দিচ্ছে বুথের। কাপড় দিয়ে সিসিটিভি ঢেকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে। যদিও এই ধরণের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে শহরের সবকটি বুথে সিসিটিভি বসানো হয়েছে। তবে ইতিমধ্যেই ২০ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৮১ নম্বর ওয়ার্ডে শাসক শিবিরের সমর্থকরা সিসিটিভি অকেজো করে দিচ্ছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eight =