কলকাতা: বেলা যত গড়াচ্ছে, পুরভোট নিয়ে উত্তেজনা ততই বাড়ছে। সিসিটিভি ফুটেজ ঢেকে দেওয়ার অভিযোগ ছিল, ছাপ্পা ভোট করানোর মত অভিযোগও ইতিমধ্যে উঠে গিয়েছে। এবার বিজেপি প্রার্থীর পোশাক ছেঁড়ার মত গুরুতর অভিযোগ উঠল। আর এবারেও অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। জোড়াবাগান এলাকায় বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আবার এই একই ওয়ার্ডের নির্দল প্রার্থীকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে এই দুই ঘটনা নিয়ে এখন কোনও প্রতিক্রিয়া দেয়নি ঘাসফুল শিবির।
এদিকে, পোশাক ছেঁড়ার ঘটনা নিয়ে খোদ প্রার্থী মীনাদেবী পুরোহিত জানিয়েছেন, বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল। তাদের বাধা দেওয়ায় তারা তাকে মারধর করে এবং পোশাক ছিঁড়ে দেয়। ইতিমধ্যেই অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এছাড়াও সকাল থেকে পুলিশি লাঠিচার্জ, প্রার্থীর সঙ্গে হাতাহাতির মত ঘটনা ঘটে গিয়েছে। শহরের একাধিক বুথে সিসিটিভি অকেজো করার অভিযোগ পর্যন্ত উঠেছে। যদিও এই ধরণের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে শহরের সবকটি বুথে সিসিটিভি বসানো হয়েছে। তবে ইতিমধ্যেই ২০ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৮১ নম্বর ওয়ার্ডে শাসক শিবিরের সমর্থকরা সিসিটিভি অকেজো করে দিচ্ছে বলে অভিযোগ।