কলকাতা: সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে কলকাতা পুরভোটকে কেন্দ্র করে। ভুয়ো ভোটারের অভিযোগ থেকে শুরু করে প্রার্থীকে হেনস্থা, ছাপ্পা ভোট করানো থেকে দলীয় সমর্থকদের হাতাহাতি, সবই হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। তবে এবার ফুলবাগান এলাকায় বোমাবাজির যে অভিযোগ উঠছে, তা বিরোধী দলের বিরুদ্ধে, যা করেছে তৃণমূল কংগ্রেস। ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ করা হয়েছে।
ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপিয়া ঘোষ দাবি করেছেন, এলাকায় তৃণমূলের ব্যানার, ফ্লেক্স সব ছিঁড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পিএনটি মাঠ সংলগ্ন এলাকায় বোমাবাজি করা হয়েছে। পাপিয়া জানাচ্ছেন, আজ ভোরের দিকে ওই এলাকায় ৪ থেকে ৫ টি বোমা ফেলা হয়েছে এবং তৃণমূল ক্যাম্প অফিসে ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলা হয়। তবে সরাসরি তিনি কারোর বিরুদ্ধে অভিযোগ না করলেও বিরোধী দলকেই নিশানা করেছেন। দাবি করা হচ্ছে, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।
অন্যদিকে আবার ভুয়ো ভোটার ইস্যুতে হইহই কাণ্ড ব্রেবোন রোডে। হাওড়া থেকে লোক এনে এখানে ভোট করানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক এই ইস্যুতে ব্যাপকভাবে সরব হয়েছেন। কংগ্রেস প্রার্থীর বক্তব্য, দু’জন ভুয়ো ভোটারকে ধরেছেন তিনি যাদের কাছ থেকে যে ভোটার কার্ড পাওয়া গিয়েছে সেই কার্ড ভুয়ো বলে অভিযোগ তাঁর। তিনি জানিয়েছেন, মোট চারজন ছিল একসঙ্গে। দুজনকে ধরা গেলেও, দুজন পালিয়ে গিয়েছে। যারা পালিয়েছে তারা হাওড়া থেকে এসেছিল বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, তারা কেউ নিজের বাবার নাম ঠিকঠাক বলতে পারছিল না।