পাকিস্তান: বিদেশে সাজার মেয়াদ শেষেও দেশের মাটিতে ফেরা হচ্ছে না বেশ কয়েকজনের৷ পাকিস্তানের সংশোধনাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকা ১৭ জন ভারতীয়র সাজা শেষ হওয়ার পর ছ’বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে৷ তা সত্ত্বেও বাড়ির ঠিকানা মনে করতে না পারায় তাঁদের এখনও আস্তানা পাক সংশোধানাগার৷ ইসলামাবাদের দাবি, ওই বন্দিরা দীর্ঘদিন কারাগারে বন্দি থাকার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে বাড়ির ঠিকানাই ভুলে গিয়েছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাজার মেয়াদ শেষ হওয়ায় এত দিন কারাগারে আটকে থাকা ওই বন্দিদের নিজের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন মারফত ওই ১৭ জন বন্দির ছবি নয়াদিল্লির কাছে পাঠিয়েছে পাক প্রশাসন। এরপর সেই ছবি স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এমনকি এ দেশের কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্যগুলিতেও বন্দিদের ছবি পাঠানো হয়েছে। সম্প্রতি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, ওঁদের ব্যাপারে কারও কাছে কোনও তথ্য থাকলে যেন তৎক্ষণাৎ যোগাযোগ করে। কিন্তু আপাতত সব চেষ্টাই বিফলে গিয়েছে৷ কারণ এত কিছু করার পরও একজন বন্দির পরিবারেরও খবর পাওয়া যায়নি৷ ফলে সাজার মেয়াদ শেষ হওয়ার পর ছ’বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে৷ অথচ ওঁদের কারও ঘরে ফেরা হচ্ছে না৷
উল্লেখ্য, পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দিদশার মেয়াদ ফুরিয়ে যাওয়া ওই ১৭ জনের পরিচয় ছ’বছর আগে, ২০১৫ সালেই প্রকাশ করেছিল ইসলামাবাদ। ১৭ জন বন্দির মধ্যে ৪ জন মহিলা। ওই ১৭ জনই ভারতের বাসিন্দা বলে দাবি পাকিস্তানের। কিন্তু এর বেশি কোনও তথ্য তাদের কাছে নেই৷ আর ওই বন্দিরাও নিজেদের সম্পর্কে কিছু বলতে পারছেন না৷ কারও কাছে নাগরিকত্বের প্রমাণও নেই। বেশির ভাগেরই বয়স হয়েছে। ফলে ওঁদের পরিবারের কেউ এগিয়ে না এলে ওঁদের ভারতে ফেরানোও সম্ভব হচ্ছে না।