কলকাতা: উত্তর-পশ্চিম ভারতে কয়েকদিন আগে থেকেই ইনিংস শুরু করেছিল শীত৷ সারা দেশ জুড়ে চলছে ঠাণ্ডার ঝোড়ো ইনিংস৷ বাংলাই বা বাদ যায় কেন! এখানেও দেদার ছক্কা হাঁকাতে শুরু করেছে শীত৷ নিম্নচাপের ভ্রুকুটি সরিয়ে গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গিয়েছিল পারদ পতন৷ সপ্তাহের শুরুতেও সেই ধারা অব্যাহত রইল৷ উল্লেখযোগ্য পারদ পতনে সোমবার চলতি মরশুমের শীতলতম দিন৷ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই কমে গিয়েছে৷ ফলে গত সপ্তাহের যাবতীয় রেকর্ড চুরমার করে এ যাবৎ মুরশুমের শীতলতম দিন সোমবার৷
আরও পড়ুন- লালবাড়ির লড়াইয়ে ‘সন্ত্রাস’, ‘ছাপ্পা’, ‘ভোট লুট’, ‘বোমাবাজি’, ‘মারধর’ ‘বিক্ষোভ’, বাদ গেল না কিছুই
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ রৌদ্রোচ্ছল থাকবে৷ হু হু করে ঢুকবে উত্তুরে হাওয়া৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম। এ মরসুমে এই প্রথম তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নামল৷
কলকাতার তুলনায় জেলাগুলির পারদ আরও নেমে গিয়েছে৷ কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো শহরে হু হু করে ঘটছে পারদ পতন৷ দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ২-৩ ডিগ্রি সেলসিয়াসে৷ ঠান্ডায় একেবারে যবুথবু গোটা উত্তরবঙ্গ৷ পৌষের শুরু থেকেই দারুণ ফর্মে মাঠে নেমে পড়েছে শীত৷ চলছে জমিয়ে ব্যাটিং৷