কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার ছিল তৃণমূলের অন্যতম তুরুপের তাস৷ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়ে চমক দিয়েছিল তৃণমূল সরকার৷ বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের লক্ষ্য এখন শিল্প ও কর্মসংস্থান৷ তাই সরকারি পরিষেবা দুয়ারে পৌঁছনোর পাশাপাশি এবার বেকার যুবক যুবতীদের চাকরির হদিশও দেবে ‘দুয়ারে সরকার’৷ কারিগরি শিক্ষা দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷
আরও পড়ুন-বিরোধী দাবি মেনে পুনর্নির্বাচন হবে কি? সাফ জানাল কমিশন
জানা গিয়েছে, যুবক–যুবতীদের নানা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানুয়ারি মাসের দুয়ারে সরকার শিবির থেকেই এই উদ্যোগ নেওয়া হবে৷ ডিরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার পর মাসে ১০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়ানো হবে৷
দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে নানারকম সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন রাজ্যবাসী৷ যে দেখার পর অনেকেই বলেছিলেন, এ ভাবে তো চাকরির দিশাও দেওয়া যেতে পারে৷ এরপরেই কারিগরি শিক্ষা দফতরের তরফে উদ্যোগ নেওয়া হয়৷ ‘আমার কর্মদিশা’ নামে একটি অ্যাপ তৈরি করে এর মাধ্যমে রাজ্যের বেকার যুবক–যুবতীদের প্রথমে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এই প্রশিক্ষণের মাধ্যমেই তাঁদের চাকরির উপযোগী করে তোলা হবে। নয়া অ্যাপের মাধ্যমে ‘দুয়ারে সরকার’ শিবিরে থাকা কর্মীরা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে খোঁজ-খবর জানাবে। প্রতিটি জেলার দায়িত্বে থাকবেন একজন করে প্রজেক্ট ম্যানেজার।
একাধিক বেসরকারি সংস্থাকে এই উদ্যোগে সামিল করা হয়েছে বলে জানিয়ছে হুমায়ন কবীর৷ নাম নথিভুক্তকরণের জন্য কোনও রকম টাকা লাগবে না। উল্টে সংশ্লিষ্ট সংস্থা ওই যুবক-যুবতীদ্র ভাতা হিসেবে কিছু টাকা দেবে। প্রশিক্ষণ শেষ হলে থাকবে কাজের নিশ্চয়তা৷