কলকাতা: আর কয়েক দিন পরেই বড়দিন। ক্রিসমাস উৎসব পালিত হবে সব জায়গায়। শহরের ক্রিসমাস উৎসব সুচনা করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বছর থেকে রাজ্যে বড় করে পালিত হবে বড়দিন। শুধু কলকাতা নয়, বড়দিন পালিত হবে জেলায়-জেলায়। এই ঘোষণা করার পাশাপাশি, তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খোঁচা দেন। মন্তব্য করেন, দেশজুড়ে রাজনৈতিক দূষণ চলছে।
এদিন অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আগামী দিনে আর বড় করে ক্রিসমাস উৎসব পালন করা হবে রাজ্যে। ব্যান্ডেল থেকে শুরু করে অনেক গির্জা আছে বাংলায়, সব জায়গায় এই উৎসব পালন করা হবে আরও ভাল করে। একই সঙ্গে তিনি বলেন, ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। এরপরেই মমতার বক্তব্য, দেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভাল নয়। দেশজুড়ে রাজনৈতিক দূষণ চলছে বলে কটাক্ষ করেন তিনি। এই মন্তব্য করে যে তিনি একই সঙ্গে কংগ্রেস এবং বিজেপিকে একহাত নিয়েছেন তা বলাই বাহুল্য।
আসলে, দেশের ধর্মের মানে হিংসার ঘটনা ইতিমধ্যেই অনেকবার ঘটেছে। প্রতিবার এই বিষয়ের প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করে তাঁর বার্তা, দেশে সম্প্রীতি, একতা বজায় রাখতে হবে। সবাই যেন নিজের নিজের ধর্ম পালন করে এবং ধর্মীয় ঐক্য বজায় রাখে। এসবের পরে আবার রাজ্যের নগরপালের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পুরভোট নিয়ে বিরোধীদের প্রচুর অভিযোগ রয়েছে। তাকে পাত্তা না দিয়েই মমতা বলেন, নগরপাল সৌমেন মিত্ররা খুব ভাল কাজ করেছেন। ভোট শান্তিপূর্ণ হয়েছে।