রেকর্ড ভোটে জয়ী জাভেদ আখতার-পুত্র ফৈয়াজ আহমেদ

রেকর্ড ভোটে জয়ী জাভেদ আখতার-পুত্র ফৈয়াজ আহমেদ

কলকাতা:  কলকাতা পুরভোটে তৃণমূলের দ্বিতীয় প্রজন্মের প্রার্থীদের জয়জয়কার৷ তাঁর মধ্যে অন্যতম হলেন ফৈয়াজ আহমেদ৷ ৬৬ নম্বর ওয়ার্ড থেকে রেকর্ড ভোটে জয়ী হলেন  বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আখতারের ছেলে ফৈয়াজ আহমেদ। ৬২ হাজার ৪৫ ভোটে জয়ী হয়েছেন তিনি৷  প্রত্যাশা মতোই জয় ছিনিয়ে নিলেন জাভেদপু্ত্র৷ 

আরও পড়ুন- কংগ্রেস-তৃণমূলের সংঘাতে নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার

৬৬ নম্বর ওয়ার্ডে ১৫ বছর ধরে কাউন্সিলরের দায়িত্ব সামলেছিলেন তাঁর বাবা জাভেদ আখতার। ৫ বছর কাউন্সিলার ছিলেন তাঁর মা।  সেই ওয়ার্ড থেকেই এবার রেকর্ড মার্জিনে জয়ী হলেন ফৈয়াজ আহমেদ। অস্ট্রেলিয়া থেকে ম্যানেজমেন্টের ডিগ্রি করে দেশে ফিরেছেন মন্ত্রীপুত্র৷ পুর ভোটের আগে বস্তিবাসীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে কলকাতাবাসীর মন জেতার অন্যতম অস্ত্র ছিল তাঁর বাবার অবদান৷ আর সব কিছুর সঙ্গে যোগ্য সঙ্গত দেন দলীয় কর্মীরা৷ তাঁর হয়ে দিনরাত এক করে দিয়েছিলেন তাঁরা। ফৈয়াজের বিপুল জয়ের পিছনে এই সকল ফ্যাক্টর কাজ করছে বলেও ওয়াকিবহাল মহলের অভিমত৷ 

তবে শুধু জাভেদ-পুত্রই নন, ৮৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ৷ ২০১৫ সালে এই ওয়ার্ড থেকেই জয়ী হয়েছিলেন সদ্য প্রয়াত বিজেপি নেত্রী তিস্তা দাস। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =