হাওড়া: বালির নিশ্চিন্দার আনন্দনগরের গৃহবধূ নিখোঁজের ঘটনায় আসানসোল থেকে নিশ্চিন্দা থানার পুলিশ দুই গৃহবধূ ও দুই রাজমিস্ত্রি সহ ছোট শিশু সমেত মোট পাঁচ জনকে আটক করে৷ বুধবার নিশ্চিন্দা থানায় আনা হয় তাদের। এক সপ্তাহের মধ্যে নিখোঁজ রহস্যের কিনারা করল হাওড়া সিটি পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে দুই গৃহবধূ সহ প্রেমিকদের গ্রেফতার করা হয়। এদিন তাদের সকলকে নিয়ে আসা হয় নিশ্চিন্দা থানায়। পুলিশ জানিয়েছে, টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় তারা মুম্বইয়ে পালিয়েছিল। এরপর কয়েকদিন সেখানে ছিল। কিন্তু তারই মধ্যে এদের হাতের টাকা শেষ হতে শুরু করে। এই পরিস্থিতিতে সেখান থেকে আসানসোলে আসার পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পারে।
সেখান থেকে মুর্শিদাবাদে বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল এদের। গোপন সূত্রে এই খবর জানতে পারে পুলিশ। সেই অনুযায়ী আসানসোল জিআরপি থানায় যোগাযোগ করে। সেই অনুযায়ী ওৎ পেতে থাকে পুলিশ। আসানসোল স্টেশনে এরা নামলে ধরা হয় শিশু সহ ৫ জনকে। বুধবারই এদের সকলকে নিয়ে আসা হয় থানায়। উল্লেখ্য শীতের মার্কেটিং করতে গিয়ে সাত বছরের এক শিশু সহ নিখোঁজ হয়ে যায় বালির বাসিন্দা দুই গৃহবধূ। বিষয়টিকে ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷