কাউন্সিলরদের থেকে রিপোর্ট নেবেন মমতা! কবে, কখন, জানালেন নিজেই

কাউন্সিলরদের থেকে রিপোর্ট নেবেন মমতা! কবে, কখন, জানালেন নিজেই

a05ba0b7bc8b9846d715d440e021e297

কলকাতা: কলকাতা পুরসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু জয়ের পর দলীয় নেতা এবং কর্মীদের সংযত থাকার বার্তাই দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন তিনি রাজ্যের মানুষের কাছে কৃতজ্ঞ এবং আরও বেশি করে মানুষের পাশে থেকে কাজ করবেন তিনি এবং তাঁর দল। আজ পুরভোটে জয়ী ১৩৪ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠকে বসে তাদের আরও সংযত হওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এও জানালেন যে, ৬ মাস অন্তর পুরসভার রিপোর্ট নেবেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বার্তা দিয়ে বলেন, ‘‘কথা কম কাজ বেশি করুন’’। তিনি জানান, সাংবাদিকদের বেশি বিবৃতি দিলাম অথচ কাজের কাজ করতে পারলাম না, এ সব তৃণমূলে চলবে না। বিজেপিতে হয়। এভাবে গেরুয়া শিবিরকে খোঁচাও দেন তিনি। একই সঙ্গে মমতা জানান, প্রতি ছ’মাসে কাউন্সিলরদের রিপোর্ট কার্ড নেবেন তিনি। কাজ ঠিক মতো হচ্ছে কি না তা দেখবেন। যদি কোনও সমস্যা হয় তাহলে সেই হিসেবে পদক্ষেপ নেওয়া হবে দলের তরফে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি কাউন্সিলরদের নির্দেশ দিয়ে বলেন, নতুন করে আপনাদের কর্মযজ্ঞ শুরু হবে৷ গত ১০ বছরে যে কাজ করা হয়েছে, আগামী দিনে আরও ভাল করে তা করতে হবে৷ গণতন্ত্রের উৎসবে মানুষের উপর আস্থা রাখতে হবে৷ আমরা যত জিতব, তত বেশি নম্র হতে হবে৷ অহংকারের কোনও জায়গা তৃণমূল কংগ্রেসে নেই৷

পুরভোট নিয়ে আজও নিজের খুশি ব্যাখ্যা করেন মমতা। জানান, ভোট একদম শান্তিপূর্ণ হয়েছে। তাঁর কথায়, দল এখন খুবই শক্তিশালী৷ এছাড়া নিজের দল সম্পর্কে তিনি বলেন, মাটির দিকে তাকিয়ে মাটির কথা চিন্তা করাই আমাদের সবচেয়ে বড় অলঙ্কার৷ মাটিই আমাদের উত্তরণ৷ মাটিকে ভালোবেসে কাজ করতে হবে৷ আপনাদের কাছ থেকে এইটুকু প্রত্যাশা করি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *