কলকাতা: নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ে কাউন্সিলর হয়েছেন তিনজন। কিন্তু জেতার পরেই তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন আয়েশা কনিজ, রুবিনা নাজ এবং পূর্বাশা নস্কর। জল্পনা ছিল যে তারা সময়মতই ঘাসফুল শিবিরে যোগদান করবেন। কিন্তু আদতে এমনটা হচ্ছে না। কারণ তাদের দলে নিতে রাজি নয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। দলের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে এই ব্যাপারে। তবে নির্দল জয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে তিনি এই প্রসঙ্গে বলেন, টিকিট না পেয়ে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের বেশ কিছু নেতা-নেত্রী। তাঁদের কেউ হেরেছেন। কেউ তৃণমূলের প্রার্থীকে হারিয়ে জিতেছেন। তবে তাঁদের অনেকেই দলে ফিরতে চাইছেন। কিন্তু এখনই তাঁদের ফেরানো হবে না। মমতা বলেন, ‘‘কেউ যদি ভেবে থাকে দলকে পিছন থেকে ছুরি মেরে আখের গুছিয়ে নেবে, তা হবে না।’’ অর্থাৎ তাঁর স্পষ্ট বার্তা নির্দল প্রার্থীরা এখনই দলে আসতে পারবে না। তবে পরাজিত প্রার্থীদের জন্য তাঁর বার্তা, তাদের পাশে আছেন তিনি। ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কনিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর নির্দল প্রার্থী হিসেব জয়লাভ করেছেন কলকাতা পুরসভা নির্বাচনে। তারপরেই তারা আশা প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে। কিন্তু দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তৃণমূলের বিরুদ্ধে তাদের ভোটে লড়াই একদমই ভালো চোখে দেখেনি দলের শীর্ষ নেতৃত্ব। তাই তাদের কাউকেই দলে নেওয়া হবে না।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে বার্তা দিয়ে বলেন, ‘‘কথা কম কাজ বেশি করুন’’। তিনি জানান, সাংবাদিকদের বেশি বিবৃতি দিলাম অথচ কাজের কাজ করতে পারলাম না, এ সব তৃণমূলে চলবে না। বিজেপিতে হয়। এভাবে গেরুয়া শিবিরকে খোঁচাও দেন তিনি। একই সঙ্গে মমতা জানান, প্রতি ছ’মাসে কাউন্সিলরদের রিপোর্ট কার্ড নেবেন তিনি। কাজ ঠিক মতো হচ্ছে কি না তা দেখবেন।