কলকাতা: ডেউচা-পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের জন্য পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে সিঙ্গুরের মতো জোর করে জমি অধিগ্রহণ করা হবে না এখানে এই কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই সমস্যা দেখা দিয়েছে। কারণ আদিবাসীদের একাংশ চান না সেখানে কয়লা খনি হোক। এই ইস্যুতে ইতিমধ্যেই বৈঠক এবং সমাবেশ করে ফেলেছে তারা। এখন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করে উত্তাপ আরও বাড়িয়ে দিলেন। ফেসবুকে তৃণমূলের ‘সন্ত্রাস’ প্রসঙ্গে মন্তব্য করেন তিনি।
ডেউচা পাচামি নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ”দেওচাপাঁচামীতে শুরু হল পুলিশি জুলুম| তৃণমূলের মিছিল সেভ ডেমোক্রেসির বিরুদ্ধে| আদিবাসী মানুষের পক্ষে নয়|আদিবাসী মানুষের জীবন জীবিকার নিশ্চয়তার পক্ষে দেওয়ানগঞ্জে সেভ ডেমোক্রেসির সভা ছিল শান্তিপূর্ণ| কোন পুলিশি উপস্হিতির প্রয়োজন পরেনি| আজ তৃণমূলের মিছিল ছিল সশস্ত্র পুলিশ পরিবেষ্টিত| এবং সেই পুলিশি সজ্জিত মিছিল শেষ পর্যন্ত মহিলাদের উপর আক্রমন দিয়ে শেষ হল| তৃণমূলিদের মিছিল শান্তি নষ্ট করল| মহিলা মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে আদিবাসী মহিলাদের আক্রমণ করলে সেভ ডেমোক্রেসি কেন, যে কোন মানবিক বোধ সম্পন্ন মানুষ প্রতিবাদ করতে বাধ্য| চলবে প্রতিরোধ|” অবশ্যই সিপিএম নেতার এই মন্তব্য এই ইস্যুতে পরিবেশ আরও গরম করে দিল।
আসলে আগেই ডেউচা পাচামির মোড়লদের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে তারা এখানে কয়লা খনি চান না। একই সঙ্গে এও জানানো হয়েছে যে তারা গণ আন্দোলনের চেষ্টা করছেন যাতে এখানে কয়লা খনি না করা হয়। তাদের মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। তারা জানাচ্ছে, এখানকার সাধারণ মানুষ কী চাইছে তা জানার চেষ্টা করেনি রাজ্য সরকার। আগেই পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করে দেওয়া হয়েছে তাই তার প্রেক্ষিতে উচ্ছেদের আশঙ্কা করছে এখানের অনেকে। তাই এখানে কেউ জায়গা জমি ছেড়ে দিতে রাজি নয় রাজ্য সরকারকে। কয়লা খনি না চেয়ে এখানেই থাকতে তৈরি তারা।