ফের কলকাতায় ওমিক্রন আক্রান্তের হদিশ, সংক্রমণের নিরিখে প্রথম পাঁচে বাংলা

ফের কলকাতায় ওমিক্রন আক্রান্তের হদিশ, সংক্রমণের নিরিখে প্রথম পাঁচে বাংলা

fc8f71d647b464dea75b948416012914

কলকাতা: ক্রমেই বাড়ছে ওমিক্রন আতঙ্ক। এরই মধ্যে ফের কলকাতায় মিলল ওমিক্রম আক্রান্তের হদিশ। আয়ারল্যান্ড ফেরত এক ব্যক্তি ওমিক্রন পজেটিভ বলে জানা গিয়েছে৷ তিনি বর্তমানে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি৷ এদিকে সংক্রমণের নিরিখে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে বাংলা৷ কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, বাংলা ও কর্ণাটকেই সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে৷ দেশের ১৭টি রাজ্যে এখনও পর্যন্ত ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে৷ ১১৪ জন ওমিক্রন নেগেটিভ৷ 

আরও পড়ুন- ফের কুলতলীর গ্রামে দক্ষিণরায়ের আতঙ্ক, ঢুকেছে ডোরাকাটা

কলকাতায় আলিপুরের বেসরকারি হাসপাতালে ওমিক্রন আক্রান্ত ২৭ বছরের এই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ এই মুহূর্তে তাঁর শরীরে তেমন কোনও উপসর্গ নেই৷ প্রথমে কিছু উপসর্গ থাকায় বাড়ি ফেরার পর তাঁর কোভিড টেস্ট করানো হয়৷ বিমানবন্দরে তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ ছিল৷ ডাবলিন থেকে আন্তর্জাতিক বিমানে ওঠার সময়েও তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছিল৷ এর পর কোভিড পজেটিভ হওয়ার পরেই হাসপাতালে ভর্তি হন৷ তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়৷ আজ বিকেলেই সেই রিপোর্ট এসেছে৷ রিপোর্টে জানা যায় তিনি ওমিক্রন পজেটিভ৷ সেই সঙ্গে চিকিৎসকরা এও জানিয়েছেন যে, যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করা হয়েছে৷ তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে৷ আগামী ১৪ দিন তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে৷ ওমিক্রন আক্রান্ত ব্যক্তির কোভিড রিপোর্টও ৪৮ ঘণ্টার মধ্যে ২ বার নেগেটিভ এলে তবেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে৷  

এদিকে সংক্রমণের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ৷ সেই কারণেই বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যে, বড়দিন ও নববর্ষ উপলক্ষে উৎসবের আবহ সংক্রমণ আরও বাড়তে পারে৷ তাই সকলকে সচেতন থাকতে হবে৷ সকলকে মাস্ক ব্যবহার করতে হবে৷ শারীরিক দূরত্ব বাজায় রেখে জমায়েত এরিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *