‘শো ইওর মেয়র’ চালু করছেন ফিরহাদ, সমস্যার সমাধান ভিডিয়ো দেখে

‘শো ইওর মেয়র’ চালু করছেন ফিরহাদ, সমস্যার সমাধান ভিডিয়ো দেখে

কলকাতা: ৩৯ তম মেয়র হিসাবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। শপথ গ্রহণের পর ফিরহাদ বলেছিলেন, তিনি কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরে পরিণত করতে চান৷ কীভাবে সেই স্বপ্ন পূরণ হবে সেই কথা ইতিমধ্যেই জানিয়েছেন তিনি। আগামী দিনে মহানাগরিক হিসেবে কীভাবে কাজে এগোবেন তার একটা ঝলক আজ দেখালেন তিনি। জানালেন, এবার ‘শো ইওর মেয়র’ চালু হতে চলেছে। অর্থাৎ এলাকার সমস্যার সমাধান হবে ভিডিয়ো দেখে।

আসলে প্রতি শনিবার টক টু মেয়র যেমন চলছে চলবে। তার পাশাপাশি চালু করা হবে এই ‘শো ইওর মেয়র’। বাড়ির সামনে নোংরা, জল জমা বা অন্য সমস্যার ভিডিও সাধারণ মানুষ হোয়াটস্যাপে পাঠাতে পারেন। সেই ভিডিও দেখে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন মহানাগরিক ফিরহাদ হাকিম। কাজ হয়ে যাওয়ার পর সেই ছবিও পাঠানো হবে সেই অভিযোগকারীর কাছে। বোঝানো হবে কতটা কাজ হয়েছে বা হয়নি। এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। অন্যদিকে ডিজিটাল পরিষেবায় জোর দেওয়ার কথা জানিয়েছেন ফিরহাদ। এদিন ফিরহাদ বলেন, তিনি কলকাতার প্রধান সেবক হতে চান। কলকাতাবাসীর স্বপ্ন পুরণ করতে হবে তাঁকে। এর পরেই এলাকাভিত্তিক কী পরিকল্পনা রয়েছে এবং তা কীভাবে এগোনো হবে সেই সম্পর্কে ব্যাখ্যা দেন তিনি। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য এলাকায় এলাকায় সেন্টারের কথা উল্লেখ করেন ফিরহাদ। আবার জানান, পরিষেবা এমন দিতে হবে যাতে কাউন্সিলরকে ডাকলেই পাওয়া যায়।

এছাড়াও তিনি কলকাতার সবচেয়ে বড় ‘সমস্যা’ জল জমার সমস্যার কথা বলেন। এই প্রসঙ্গে জানান, মূলত শহরের যে সমস্ত ‘পকেটে’ জল জমে, যেমন বেহালা, ঠনঠনিয়া কালীবাড়ি, খিদিরপুর, সেইসব জায়গায় নতুন পাম্প স্টেশন হবে। কমপক্ষে ২০০ পাম্প বসানো হবে বলেই জানান তিনি। ফিরহাদের কথায়, এই সব পাম্প দিয়ে পাম্পিং সিস্টেম আরও শক্তিশালী হবে। পাশাপাশি খালগুলির সংস্কার নিয়েও কাজ শুরু হবে শীঘ্রই বলে জানিয়েছেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eight =