রাজ্যপালের নিয়োগ নিয়েই বিস্ফোরক সুখেন্দু! আবার সংঘাতের আবহ

রাজ্যপালের নিয়োগ নিয়েই বিস্ফোরক সুখেন্দু! আবার সংঘাতের আবহ

কলকাতা: বিভিন্ন দফতরে বিশেষজ্ঞ নিয়োগ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্য সরকারের কাছে যে জবাব তলব করেছে তৃণমূল কংগ্রেস তার কড়া সমালোচনা করেছে। দলের সাংসদ সুখেন্দু শেখর রায় আজ বলেন, রাজ্যপাল উন্মাদের মত আচরণ করছেন। রাজ্যপালকে কোনও নিয়ম-নীতি না মেনেই নিয়োগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। রাজ্যপাল অতীতে দেশের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের কাছ থেকে উতকোচ নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।

এদিন পরামর্শদাতা নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে রাজ্যপাল পরামর্শদাতা নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন। প্রসঙ্গত, গত নভেম্বরে রাজ্যের বিভিন্ন দফতরে পরামর্শদাতা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। আজ এই নিয়ে টুইট করে রাজ্যপাল লেখেন, বিভিন্ন জায়গা থেকে পরামর্শদাতা নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ উঠে আসছে। তাই পরামর্শদাতা নিয়োগে বিস্তারিত বিবরণ জানতে চেয়ে মুখ্য সচিবের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছেন। এদিকে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় দাবি করছেন, রাজ্যপালের নিয়োগ নিয়ে তাদের প্রশ্ন আছে। যারা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের কাছ থেকে উতকোচ নিয়েছেন, তাই এমন একটা লোককে রাজ্যপাল করা হয়েছে এটা নিয়ে প্রশ্ন আছে।

উল্লেখ্য, নবান্ন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তারপর সমালোচনা করেছিল বিজেপিও। বাংলার শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির জন্য বাইরে চলে যেতে হচ্ছে। এদিকে রাজ্য সরকার এমন লোকজনকে চাকরি দিচ্ছে, যাঁরা ইতিমধ্যেই বিভিন্ন প্রাইভেট সংস্থায় কাজ করছেন কিংবা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন বা সরকারি ক্ষেত্রে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *