বর্ষশেষে সোয়েটারের সঙ্গে সঙ্গী ছাতা! ফের কবে জাঁকিয়ে বসবে শীত?

বর্ষশেষে সোয়েটারের সঙ্গে সঙ্গী ছাতা! ফের কবে জাঁকিয়ে বসবে শীত?

কলকাতা: বড়দিনের আগে থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা৷ উধাও হয়েছিল কনকনে ভাব৷ বর্ষবরণের আগে সোয়েটার মাফলারের সঙ্গে সঙ্গী হল ছাতা৷ শীতের পথে কাঁটা বিছিয়ে খলনায়ক পশ্চিমী ঝঞ্ঝা৷ এর জেরেই বৃষ্টির ভ্রুকুটি৷ 

আরও পড়ুন- শহরে দৈনিক আক্রান্তের ট্রিপল সেঞ্চুরি! ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

এদিকে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ১৭ ডিগ্রির কাছাকাছি৷ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা৷ সকালের দিকে জেলার মুখ ঢাকা থাকবে কুয়াশায়৷ আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ কালিম্পঙ ও দার্জিলিঙে  শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বঙ্গে প্রবেশ পথে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া৷ সেই ঝঞ্ঝা পশ্চিম থেকে উত্তর পূর্ব ভারতে বয়ে আসার জেরেই রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বুধবার এবং বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও  পুরুলিয়া জেলায়৷ তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে৷  

আকাশের মুখ মেঘে ঢাকা পড়ায় উধাও হয়ে গিয়েছে শীতের আমেজও৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস পৌঁছছে। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ বর্ষশেষে শীতের আমেজ উধাও হলেও পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই নতুন বছরের শুরুতে ফের জাঁকিয়ে বসবে ঠান্ডা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − one =