ফিরহাদের শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফিরেই অনেকের জ্বর জ্বর! করোনা ভয় বাড়ল

ফিরহাদের শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফিরেই অনেকের জ্বর জ্বর! করোনা ভয় বাড়ল

77330a05bc03ed14f556b11f9886ee8c

কলকাতা: গতকাল ৩৯ তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন ফিরহাদ হাকিম। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন কিন্তু সেখানে কোনও করোনা বিধি মানা হয়নি। অধিকাংশকে দেখা গিয়েছিল মাস্ক ছাড়া, সামাজিক দূরত্বও মান্য করা হয়নি। এবার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা অনেকের করোনা হয়েছে বলে সন্দেহ। ইতিমধ্যেই জানা গিয়েছে, কলকাতা পুরনিগমের ৪ নম্বর বরোর চেয়ারম্যান সাধনা বসু ভাইরাস আক্রান্ত হয়েছেন। বাকি অনেকের জ্বর এসেছে বলে জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত ৪০ শতাংশ মানুষের করোনা হয়েছে। আক্রান্তের তালিকায় রয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিমের ঘরে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরও। এছাড়াও বেশ কয়েকজনের করোনা পজিটিভি ধরা পড়েছে বলে খবর। যাদের যাদের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে, তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হচ্ছে বলে জানান হয়েছে। গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ-জায়া ও তাঁর কন্যা৷ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় ৫০০ জন অতিথি৷ ফিরহাদ হাকিমের পরেই কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন মালা রায়৷ মেয়র ও চেয়ারপার্সনের পর একে একে শপথ নেন ১৩ জন মেয়র পারিষদ সদস্য৷ তাঁরা হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।

আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার বিধিনিষেধ জারি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতায় পুনরায় কন্টেনমেন্ট জোন তৈরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে, মুখ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমানে আসা যাত্রীদের থেকে ওমিক্রন সংক্রমণ ছড়াচ্ছে। এ ক্ষেত্রে কোভিড বিধিতে কোনও বদল আনা যায় কি না, তা খতিয়ে দেখতে হবে৷ বিমানবন্দরে যাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে, তাঁরা সংক্রমণ নিয়েই বাড়ি চলে যাচ্ছে কি না, সে দিকেও নজর রাখতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *