‘কলকাতাকে সুরক্ষিত রাখাই লক্ষ্য, সাইবার ক্রাইম এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ’, দায়িত্ব নিয়েই বললেন CP

‘কলকাতাকে সুরক্ষিত রাখাই লক্ষ্য, সাইবার ক্রাইম এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ’, দায়িত্ব নিয়েই বললেন CP

কলকাতা:  বর্ষশেষে কলকাতা পুলিশে বড়সড় রদবদল নবান্নর। বছরের শেষ দিনে কলকাতার নয়া পুলিশ কমিশনার পদে আসীন হলেন আইপিএস বিনীত গোয়েল। সৌমেন মিত্রর জায়গায় দায়িত্ব নিলেন তিনি৷ শুক্রবার দুপুরে লালবাজারে এসে দায়িত্ব নেন নতুন সিপি৷  ১৯৯৪ সালের আইপিএস তিনি৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপি বলেন, ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, সারা দেশে অন্যতম নিরাপদ শহর হল কলকাতা৷ কলকাতাকে সুরক্ষিত রাখাই চ্যালেঞ্জ৷

আরও পড়ুন- বেশ কিছু রদবদল পুলিশ সুপার পদে, সিদ্ধান্ত নিল নবান্ন

এদিন প্রথমেই বিনীত গোয়েল বলেন, শহরে সাইবার ক্রাইম আটকাতে জোড় দেওয়া হবে৷ আমরা আমাদের কাজের আরও মানোন্নয়নের চেষ্টা করব৷ সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করেই প্রযুক্তির উন্নতি ঘটাব৷ সাইবার ক্রাইম এখন অন্য মাত্রায় চলে গিয়েছে৷ এই ক্ষেত্রে কলকাতা পুলিশ প্রচুর কাজ করেছে৷ সাইবার ক্রাইম শাখাকে শক্তিশালী করা হয়েছে৷ নতুন ধরনের এই অপরাধকে দমন করতে আরও বেশি সক্রিয় হতে হবে৷ প্রতিনিয়ত বহু মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন৷ 

এদিন কলকাতার করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গোয়েল৷ তিনি বলেন, গত দুই বছর ধরে মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে৷ মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে চলেছে৷ তাই যথাযথ কোভিড বিধি মেনে চলতে হবে৷ কলকাতা পুলিশ একা শঙরকে সুরক্ষিত রাখতে পারবে না৷ মানুষের সমর্থনেই আমরা কাজ করতে পেরেছি৷ আমরা চাই মানুষ আনন্দে থাকুক৷ কিন্তু কোনও কিছুই জীবনের বিনিময়ে নয়৷ 

সিপি আরও বলেন, কলকাতার মানুষ কলকাতা পুলিশকে খুব ভালোবাসে৷ এর আগে বিভিন্ন জায়গায় কাজ করেছি৷ কলকাতার মানুষ সর্বদাই পুলিশকে সমর্থন করে৷ আশা করব এই সমর্থন আগামী দিনেও থাকবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =