মাত্র ৭ দিন, কোভিডে দেশের মধ্যে প্রায় শীর্ষে কলকাতা

মাত্র ৭ দিন, কোভিডে দেশের মধ্যে প্রায় শীর্ষে কলকাতা

কলকাতা: সার্বিকভাবে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আতঙ্ক বৃদ্ধি হয়েছে। ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্ত ইতিমধ্যেই ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে দেশবাসীকে। বিভিন্ন রাজ্য, শহরে হু হু করে বাড়ছে সংক্রমণ। কিন্তু বাংলার কলকাতায় যে হারে বিগত কয়েক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে, তা হয়তো আর কোথাও না। দেশের মধ্যে এখন কলকাতা সংক্রমণে প্রায় শীর্ষে।

তথ্য বলছে, বিগত সাত দিনে কলকাতা শহরে কোভিড সংক্রমণের হার প্রায় ২৪ (২৩.৪২) শতাংশ। সারা দেশে সংক্রমণের নিরিখে কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি সংক্রমণের হারের নিরিখে কলকাতা থেকে ১ শতাংশ এগিয়ে রয়েছে। তবে মনে করা হচ্ছে, কলকাতায় যদি টেস্টিং বাড়ানো হয়, তাহলে তা একদম শীর্ষেই চলে আসবে আগামী ২-৩ দিনেই। এদিকে, কলকাতার লাগোয়া হাওড়া শহরে সংক্রমণের হার প্রায় ১১ শতাংশ। স্পিতি এবং কলকাতার পর সংক্রমণের তালিকায় রয়েছে মুম্বই (৭.৬২%), আহমেদাবাদ (৩.৪৯%), চেন্নাই (২.৫১%), নয়াদিল্লি (১.৮৮%) এবং বেঙ্গালুরু (১.২৫%)। তবে আক্রান্তের সংখ্যা বাগে আনতে কড়া বিধিনিষেধ লাগু করার সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারে রাজ্য, এর ইঙ্গিত মিলিছে।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত বাতিল হয়েছে দুয়ারে সরকার শিবির৷ একই সঙ্গে বাতিল করা হয়েছে স্টুডেন্টস উইক’৷ আগামী ৩ তারিখ নেতাজি ইন্ডোরে ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ আপাতত সেই কর্মসূচি বাতিল করা হচ্ছে৷ মনে করা হচ্ছে, আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যে ফের বিধিনিষেধ জারি হতে পারে৷ তারই ইঙ্গিত দিচ্ছে জোড়া সরকারি অনুষ্ঠান বাতিলের ঘোষণা৷ একই সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলার শুনানির উপরও বেশকিছু বিধি জারি হয়েছে৷ শারীরিক ভাবে কোউ এজলাসে উপস্থিত থাকতে পারবেন না৷ ফের ভার্চুয়ালি কলকাতা হাইকোর্টে মামলার শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *