অতিরিক্ত খাদ্য পাবেন না বাংলার প্রায় ৬ কোটি মানুষ

অতিরিক্ত খাদ্য পাবেন না বাংলার প্রায় ৬ কোটি মানুষ

 

কলকাতা:  প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্যশস্য সরবরাহ না হওয়ায় রাজ্যের ছয় কোটি এক লক্ষ রেশন গ্রাহক চলতি মাসে কেন্দ্রীয় সরকারের দেওয়া অতিরিক্ত খাদ্য শস্য পাবেন না।

অন্তদয় অন্ন যোজনা, প্রায়োরিটি হাউজহোল্ড এবং স্টেট প্রায়োরিটি রেশন কার্ডগুলি জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতাভুক্ত থাকায় এই তিন ধরনের গ্রাহকরা খাদ্যশস্য পাওয়া থেকে বঞ্চিত হবেন বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।

২০২০-র লকডাউনের সময় থেকেই এই ধরনের গ্রাহকদের কেন্দ্রীয় সরকার প্রতিমাসে মাথাপিছু অতিরিক্ত দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম বিনামূল্যে সরবরাহ করছিল। রাজ্যের আবেদনের ভিত্তিতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া জেলাগুলিতে এই খাদ্যশস্য সরবরাহ করতো। এইজন্যে রাজ্যের চাহিদা মেটাতে চাল এবং গম মিলিয়ে প্রতি মাসে ৩০ কোটি ৫০ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য প্রয়োজন হয়। এবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় খাদ্যশস্য সরবরাহ না হওয়ায় রাজ্যের ৬ কোটি ১ লক্ষ রেশন গ্রাহক চলতি মাসে কেন্দ্রীয় সরকারের দেওয়া অতিরিক্ত খাদ্য শস্য পাবেন না বলে তৈরি হয়েছে আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =