কলকাতা: আজ থেকে রাজ্যে জারি হয়েছে আংশিক লকডাউন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ লাগু করা হয়েছে। অনেক কিছুর মধ্যে লোকাল ট্রেন নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। জানান হয়েছিল যে, সন্ধ্যে ৭ টার পর ট্রেন চলবে না। কিন্তু এই সিদ্ধান্তের পর চাপানউতোর সৃষ্টি হয়েছিল। সরকারি অফিসের কর্মীরা বাড়ি ফিরতে পারলেও, অনেকে মনে করছিলেন যে বেসরকারি কর্মীরা বাড়ি ফেরার সময় সমস্যায় পড়বেন। তবে লোকাল ট্রেন নিয়ে সিদ্ধান্ত বদলাল নবান্ন।
আজ ঘোষণা করা হয়েছে, সন্ধ্যে ৭ টা নয়, রাত ১০ টায় ছাড়বে শেষ লোকাল ট্রেন। তবে ৫০ শতাংশ আসন নিয়েই লোকাল ট্রেন চলাচল করবে৷ আজ লোকাল ট্রেনের সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়। অনেকেই ক্ষোভ উগড়ে দেন। সেই প্রেক্ষিতেই সিদ্ধান্ত বদলের ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি গতকাল যে যে ঘোষণা করা হয়েছিল তা সবই মানতে হবে সকলকে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। যেমন, যে কোনও সামাজিক অনুষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি রাখা হচ্ছে৷ বাজার খোলা থাকবে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷ রেস্তোরাঁ, পানশালা আগের মতোই খোলা থাকবে, তবে ৫০ শতাংশ গ্রাহক সেখানে প্রবেশ করতে পারবেন৷ বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি রাখা হচ্ছে৷ মৃতদেহ নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ ২০ জন৷
অন্যদিকে, কোনও এলাকায় ৫ জনের বেশি সংক্রমিত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে৷ ইতিমধ্যেই কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত করা হয়েছে৷ সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে৷ মাস্ক ছাড়া কোনও ভাবেই পথেঘাটে যাওয়া যাবে না। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া নজরদারি চলবে৷ অত্যাবশ্যকীয় পণ্যে ছাড় দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ তবে এই আবহে পুরভোট হচ্ছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত দিনেই হবে ভোট। তবে তার জন্য আলাদা কড়াকড়ি করা হবে বলে জানান হয়েছে।