পুজোর রেকর্ড ভাঙল, বছরের শেষে বঙ্গে মদ বিক্রি ৬৫০ কোটি

পুজোর রেকর্ড ভাঙল, বছরের শেষে বঙ্গে মদ বিক্রি ৬৫০ কোটি

কলকাতা: ১২ মাসে ১৩ পার্বণ বাঙালির, আর এই সময় কার্যত জলের থেকে বেশি চাহিদা থাকে মদের। কেউ মানতে না চাইলে সত্যি এটাই। দুর্গাপুজো হোক কিংবা কালী পুজো, বড়দিন, নতুন বছর, বড় বড় ‘অকেশন’ বাদ দিলেও ঘরোয়া পার্টি, জন্মদিন সবেতেই মদ আছে। পুজোর সময় রাজ্যে রেকর্ড অঙ্কের মদ বিক্রি হয়েছিল। তবে বছরের শেষ সপ্তাহে সেই রেকর্ডও ভেঙে গেল। বছরের শেষ সাত দিন অর্থাৎ বড়দিন থেকে বর্ষবরণ, রাজ্যে ৬৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

এই তথ্য রীতিমত চমকে দেওয়ার মত। হিসেব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে গোটা রাজ্যে। সূত্র অনুযায়ী, বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত এমনকি তারপরেও মদ বিক্রিতে আগের সমস্ত রেকর্ড পিছনে ফেলে দিয়েছে বাংলা। চলতি বছরে গত বছরের তুলনায় ৪৭ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে। পুজোর সময় দেশি মদ বিক্রি হয়েছিল ১.৫০ কোটি লিটার, বিদেশি মদ বিক্রির পরিমাণ ছিল ৩৭.৯৩ কোটি লিটার, সব রেকর্ড ভেঙে গিয়েছে বড়দিন, বর্ষবরণে।

নভেম্বর মাস নাগাদ বাংলায় মদের উপর আবগারি শুল্ক ছাড় দিয়েছিল পশ্চিমবঙ্গের সরকার। সেই সময় থেকেই বিপুল পরিমাণে কমেছিল মদের দাম। তখন থেকেই অনুমান করা হচ্ছিল যে, এইবার মদের বিক্রি আগের থেকেই অনেকটাই বেড়ে যেতে পারে। সব শেষ হচ্ছেও তাই। নয়া বছরের শুরুতেও যে হারে মদ বিক্রি হয়েছে বা হচ্ছে তাও নজরকাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *