আজ থেকে শুরু স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়ার কাজ

আজ থেকে শুরু স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়ার কাজ

99b692cb5387ac021c5452dadbf696df

হাবরা: সারা রাজ্যের পাশাপাশি এদিন হাবরা পুরসভার স্বাস্থ্য দ্বীপ স্বাস্থ্যকেন্দ্রে সরকারি নির্দেশিকা অনুযায়ী আজ সপ্তাহের প্রথমদিন থেকেই শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার কাজ। এদিন মোট ১৫০ জন স্বাস্থ্য কর্মীকে এই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।

বুস্টার ডোজ পেয়ে খুশি স্বাস্থ্যকর্মীরা৷ আজকে বুস্টার ডোজ পাওয়া পুরসভার এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, ‘‘ন’মাস পরে আজ আমরা বুস্টার ডোজ পেলাম৷ তাই বলে যে আমরা আর করোনা আক্রান্ত হবো না এটা ভাবলে চলবে না – হয়তো আক্রান্ত হলে ভয়াবহ আকার নেবে না বা মৃত্যুর মতো ঘটনা ঘটেবে না৷ তাই স্বাস্থ্যকর্মী হিসেবে এটাই বলতে চাই আমাদের আরও সচেতন হতে হবে মাস্ক এবং সেনিটাইজার ব্যাবহার করতে হবে।’’

পাশাপাশি হাবড়া পুরসভার উপ-পুর প্রশাসক তথা জনস্বাস্থ্য আধিকারিক তারক নাথ দাস জানিয়েছেন, যে সকল স্বাস্থ্যকর্মীরা করোনা কালে একদম সামনের সারিতে দাড়িয়ে কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন সেই সকল স্বাস্থ্যকর্মীদের আজ হাবড়া পুরসভার জনসাস্থ দপ্তরের পক্ষ থেকে বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মূলত যেসকল স্বাস্থ্যকর্মী দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ৩৯ সপ্তাহ হয়ে গিয়েছে তাদের আজ কভিশিল্ড বুস্টার ডোজ দেওয়া হচ্ছে৷ আজ মোট ১৫০জন স্বাস্থ্যকর্মীকে এই ডোজ দেওয়া হবে। বুস্টার ডোজ দেওয়ার পাশাপাশি এলাকার মানুষকে করোনা সচেতনতার জন্য চলছে জোর কদমে প্রচারও৷ প্রচারাভিয়ানে বেরিয়ে স্বাস্থ্য কর্মীরা বলছেন, মাস্ক পরা ও সানিটাইজ করার কথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *