নির্ধারিত দিনেই ৪ পুরনিগমে ভোট, হলফনামা দিয়ে আদালতে জানাল কমিশন

নির্ধারিত দিনেই ৪ পুরনিগমে ভোট, হলফনামা দিয়ে আদালতে জানাল কমিশন

কলকাতা: আগামী ২২ জানুয়ারি রাজ্যের ৪টি পুরনিগমে ভোট৷ নির্ধারিত  নির্ঘণ্ট মেনেই ভোট হবে রাজ্যের ৪ পুরনিগমে৷ সোমবার হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। 

আরও পড়ুন- গেরস্থের গোয়ালে বাঘের হানা, আতঙ্কে কাঁপছে গোসাবা

করোনা আবহে পশ্চিমবঙ্গের ৪ পুরনিগমের ভোট পিছনোর আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। এর পরেই পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে হলফনামা চায় আদালত। এদিন হলফনামায় কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট পিছনোর কোনও সম্ভাবনা নেই। নির্ধারিত সময়েই ভোট হবে। কোভিড পরিস্থিতিতে কী ভাবে ভোট নেওয়া হবে তা জানিয়ে নতুন গাইডলাইনও প্রকাশ করেছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন গাইডলাইন মেনেই ৪ পুরনিগমের ভোট হবে। করোনা আবহে কোনও সমাবেশ নয়, বরং অনলাইনে প্রচার করতে হবে৷ কোনও জমায়েত করা যাবে না৷ মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আদালত।

কলকাতা পুরসভার ভোট মিটতেই রাজ্যর চার পুরনিগম বিধাননগর,আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি-তে ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরভোট হবে। ভোট সফল করতে রাজনৈতিক দলগুলিকে করোনাবিধি মেনে চলার জন্য কড়া বার্তা দিয়েছে কমিশন৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ৪ পুরনিগমের নির্বাচনে মোট বুথ ২০৭৮টি রয়েছে৷ আসানসোল পুরনিগমে ১০২০, শিলিগুড়িতে ৪২১, চন্দননগরে ১৬৯ ও বিধাননগরে ৪৬৮টি বুথ করা হয়েছে৷ প্রতিটি বুথে করোনাবিধি মেনে ভোটগ্রহণ হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =