কলকাতা: রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের সুপারিশ মেনে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বদল করেছে। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু আজ এই নিয়ে বৈঠক করেন। কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন সিটি কলেজের অর্থনীতির অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার। তিনি শুভশঙ্কর সরকারের স্থলাভিষিক্ত হবেন। তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকছেন। উল্লেখ্য, নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য স্তরের নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের মামলায় আদালত গতকাল বর্তমান চেয়ারম্যানের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের সুপারিশের পরেই অপসারিত এসএসসি চেয়ারম্যান। সিদ্ধার্থ মজুমদার কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন।
২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অস্বচ্ছতার অভিযোগ ওঠে। তারপর থেকে একাধিকবার চাকরিপ্রার্থীদের একটি অংশ বিক্ষোভ প্রদর্শন করেছিল শহরের বিভিন্ন জায়গায়। ধর্মতলা থেকে শুরু করে কালীঘাট, বিকাশ ভবন, সব জায়গায় আন্দোলন করা হয়। যার জন্য স্বাভাবিকভাবেই চাপে পড়েছে রাজ্য সরকার। এই বিষয়টিতে এসএসসিকে তিরস্কার করে আদালত। তারপরই চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে পদ থেকে সরানোর ব্যাপারে নবান্নকে পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ ছিল বিরাট। সেই প্রেক্ষিতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিল সরকার।