কলকাতা: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্য স্তরের নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের মামলায় আদালত এসএসসির তৎকালীন চেয়ারম্যানের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের সুপারিশের পরেই অপসারিত হয়েছেন এসএসসি চেয়ারম্যান শুভ শঙ্কর সরকার। আর অপসারিত হওয়ার পরেই কার্যত বিস্ফোরণ ঘটালেন তিনি। এসএসসি নিয়োগ প্রসঙ্গে তিনি বললেন, আরও স্বচ্ছতা দরকার ছিল।
২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অস্বচ্ছতার অভিযোগ ওঠে। তারপর থেকে একাধিকবার চাকরিপ্রার্থীদের একটি অংশ বিক্ষোভ প্রদর্শন করেছিল শহরের বিভিন্ন জায়গায়। ধর্মতলা থেকে শুরু করে কালীঘাট, বিকাশ ভবন, সব জায়গায় আন্দোলন করা হয়। যার জন্য স্বাভাবিকভাবেই চাপে পড়েছে রাজ্য সরকার। এই বিষয়টিতে এসএসসিকে তিরস্কার করে আদালত। সেই প্রেক্ষিতেই চেয়ারম্যানের বদল হয়েছে। তবে এই বদলের পরেই দুর্নীতি ইস্যুতে এসএসসি প্রাক্তন চেয়ারম্যান বলেন, নিয়োগের সুপারিশ আরও স্বচ্ছ হওয়া দরকার ছিল। কিন্তু তিনি এও দাবি করেছেন যে, তাঁর আমলে কোনও বেনিয়ম হয়নি। প্রসঙ্গত, শুভ শঙ্করের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে পদে এসেছেন সিদ্ধার্থ মজুমদার। তিনি কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন।
এদিকে উচ্চ প্রাথমিক নিয়ে প্রাক্তন চেয়ারম্যান শুভ শঙ্কর সরকারের বক্তব্য, হাইকোর্টের নির্দেশের পর স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে সেখানে। তবে সেটা যদি আগে থেকে করা যেত তাহলে আরও অনেক বেশি ভালো হতো। তবে তিনি সরাসরি ‘দুনীতি হয়েছে’ এমন কথা না বললেও অধিকাংশ বুঝে নিয়েছে যে তিনি পরোক্ষে এসএসসি দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছেন, যা অবশ্যই অস্বস্তি বাড়াবে সরকারের।