এন৯৫ মাস্ক কি একবারই ব্যবহার যোগ্য? কী বলছেন বিশেষজ্ঞরা

এন৯৫ মাস্ক কি একবারই ব্যবহার যোগ্য? কী বলছেন বিশেষজ্ঞরা

 কলকাতা:  প্রতিদিন রেকর্ড গতিতে বেড়ে চলেছে সংক্রমণ৷ ভাইরাসকে প্রতিহত করার অন্যতম অস্ত্র হল মাস্ক৷ তবে সব ধরনের মাস্ক নয়, বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস প্রতিহত করতে সবচেয়ে বেশি কার্যকরী হল এন৯৫ মাস্ক৷ ফলে এই মাস্কের চাহিদাও একেবারে তুঙ্গে৷ দামও অনেক বেশি৷ কাজেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে প্রতিনিয়ত এই মাস্কের ব্যবহার বেশ ব্যয় সাপেক্ষ। অনেকের মনে আবার প্রশ্ন রয়েছে,  এন ৯৫ মাস্কের উপর লেখা একবার ব্যবহারযোগ্য কথাটির অর্থ কী? এটি কি এটি একবার ব্যবহার যোগ্য? 

আরও পড়ুন- করোনা স্ফীতির মাঝে কী ভাবে সুস্থ থাকবেন? দাওয়াই দিল আয়ুষ মন্ত্রক 

বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, ওমিক্রন এতটাই বেশি সংক্রামক যে তা আটকাতে সাধারণ একস্তরীয় কাপড়ের মাস্ক যথেষ্ট নয়। এন৯৫ মাস্কে রয়েছে পলিপ্রোপাইলিন নামক তন্তু৷ যা যান্ত্রিক ভাবে এবং স্থির তড়িৎকে কাজে লাগিয়ে বাইরের জীবাণু প্রতিরোধে সক্ষম। তাই ভাইরাস আটকাতে এন৯৫-এর ব্যবহার অনস্বীকার্য৷ 

কিন্তু অনেকেই জানতে চান কত বার এই মাস্ক ব্যবহার করা সম্ভব? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাস্কের গায়ে একবার ব্যবহারের কথা বলা থাকলেও, সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে একটি মাস্ক বেশ কয়েক বার ব্যবহার করা যেতে পারে। এন৯৫-এর গায়ে এক বার পরিধানযোগ্য কথাটি লেখা থাকে কারণ, এই ধরনের মাস্ক সাধারণত চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। একজন চিকিৎসক কোনও কোভিড আক্রান্ত রোগীর চিকিৎসার পর একজন সুস্থ ব্যক্তির কাছে যান, যাতে লেই সময় সংক্রমণ না ছড়ায় তার জন্যেই মাস্কের গায়ে এক বার ব্যবহারের কথা উল্লেখ থাকে। তবে ব্যক্তিগতভাবে মানুষ এন৯৫ মাস্ক ব্যবহার করে নিজেকে ভাইরাস থেকে রক্ষা করার জন্যে। সে ক্ষেত্রে পরিবেশ বদলে গেলে মাস্ক বদলে ফেলার দরকার নেই।

তবে এক মাস্ক একাধিক বার ব্যবহার করতে হলে বেশ কিছু  নিয়ম মেনে চলতে হবে-

১। কোনও ভাবেই মাস্কের সামনের অংশে স্পর্শ করা যাবে না। অর্থাৎ মাস্কের উপরে নাক ও মুখ বরাবর অংশে মাস্ক খোলা বা পরার সময় কোন মতেই হাত দেওয়া যাবে না। খোলা বা পরার সময় মনে করে মাস্কের দড়ি বা একদম পাশের দিকের অংশগুলিতে হাত দিয়ে পরিধান করতে হবে।
২। মাস্ক ভিজে গেলে,  নোংরা হয়ে গেলে বা  অন্য কোনও ভাবে মাস্কের ক্ষতি হলে সেটি আর ব্যবহার করা যাবে না।
৩। যত বেশি মাস্ক ব্যবহার করা হবে, তত বেশি জীবাণু ও দূষিত মাস্কে আটকে যাবে। ফলে শ্বাস নেওয়াও অসুবিধাজনক হয়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরে শ্বাস নেওয়া অসুবিধাজনক হয়ে উঠলেই বুঝতে হবে সেই মাস্ক আর ব্যবহার করা যাবে না৷ 
৪। তবে কোভিড আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে এক বারের বেশি এন৯৫ মাস্ক ব্যবহার না করাই ভালো।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − ten =