রাজ্যে মাওবাদী হামলার আশঙ্কা প্রবল! এল সতর্কতা

রাজ্যে মাওবাদী হামলার আশঙ্কা প্রবল! এল সতর্কতা

কলকাতা: আর কয়েক দিন পরেই ২৬ জানুয়ারী, প্রজাতন্ত্র দিবস। তবে তার আগেই হতে পারে মাওবাদী হামলা! এই ইস্যু নিয়েই রেল এবং রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে আইবি-র তরফে। ঝাড়গ্রাম, খড়্গপুর, পুরুলিয়া থেকে ছাড়া ট্রেনে মাওবাদী হামলা হতে পারে বলে প্রবল আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই প্রেক্ষিতেই রেল এবং রাজ্যের আধিকারিকদের সতর্ক করা ছাড়াও নিরাপত্তা ব্যবস্থায় আরও নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে আইবি-র তরফ থেকে।

এই চাঞ্চল্যকর তথ্য তখনই সামনে এসেছে যখন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বিপুল অস্ত্র উদ্ধার হল। গতকাল গোয়ালতোড় থানার নলবনা গ্রাম পঞ্চায়েতের বড়ডাঙা গ্রামে মাটি খুঁড়ে উদ্ধার করা গিয়েছে বিরাট পরিমাণ কার্তুজ, আগ্নেয়াস্ত্র। দুপুরে ওই এলাকায় জমি সমতল করার জন্য মাটি কাটছিলেন বেশ কয়েকজন। তখনই মাটি কাটতে কাটতে তলা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গুলি এবং বন্দুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৬টি আগ্নেয়াস্ত্র এবং ৪০০-৪৫০ কার্তুজ পাওয়া গিয়েছে। তবে তাদের অনুমান, এগুলি সব অনেক দিন পুরোনো। জঙ্গলমহল এলাকায় আবার অস্ত্র উদ্ধারের ঘটনায় চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

সম্প্রতি জঙ্গি হামলার একটি বড়সড় ইঙ্গিত দিয়েছে গোয়েন্দারা। প্রধানমন্ত্রীর ওপর এই হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলার সময় হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা৷ ওই অনুষ্ঠানে শুধু প্রধানমন্ত্রী নন, উপস্থিত থাকবেন বহু নেতা-মন্ত্রী ও বিশিষ্ট জনেরা৷ দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান-এশিয়ার এই পাঁচ দেশের অতিথিদের আপ্যায়ণ করার কথাও রয়েছে নয়াদিল্লির। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান কিংবা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকার জঙ্গিগোষ্ঠীরা এই প্ল্যান ছকছে। জনবহুল এলাকায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়াই তাদের মূল্য লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *