কলকাতা: অন্তত দুদিন ধরে আকাশের মুখ ভার যাচ্ছে। মেঘলা আকাশ দেখেই ধারণা করা গিয়েছিল যে আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে যাবে, বৃষ্টি শুরু হবে। অবশেষে তাই হল। আজ সকাল থেকেই আকাশের অবস্থা খারাপ এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে শুক্রবার থেকেই আকাশে মেঘ জমতে শুরু করবে। কিছুটা হলেও কমবে শীতের কামড়৷ আর আজ সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তা সেটারই বার্তা দিচ্ছে।
আরও পড়ুন : আর সংশয় নেই, দাম বাড়ছে পাউরুটির
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও দাবি করা হয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারি বৃষ্টি হওয়ার কথা। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় অতি ভারি বৃষ্টিপাতে সম্ভাবনা নেই। এদিকে জানান হয়েছে, রবিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সোমবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই আবহাওয়া আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বলেই ধারণা আবহাওয়াবিদদের।
এর আগে দু’দুটি পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে মুখ থুবড়ে পড়েছে শীত৷ হয়েছে অকাল বৃষ্টি৷ এবারেও সেই একই চিত্র দেখা দিচ্ছে। মৌসম ভবন আরও জানিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ যার ফলে রাতের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কিন্তু বুধবার থেকে আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। শীতের আমেজ আবার তৈরি হতে পারে।