নিলাম হবে কোটি টাকার বাংলা মদ! বিজ্ঞপ্তি রাজ্যের

নিলাম হবে কোটি টাকার বাংলা মদ! বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: অনলাইনে নিলাম হবে কোটি টাকার বাংলা মদ। দেশি মদ নিলাম করতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। মোট কত পরিমাণ মদ বিক্রি করা হবে তা জানা না গেলেও মদের মোট দাম যে কোটি টাকার নীচে নয়, তা পরিষ্কার। আবগারি দফতর সূত্রে খবর, নিলাম শুরু হবে ৫০ লাখ ৩৫ হাজার টাকা থেকে। বেআইনি অর্থলগ্নি সংস্থা পিনকনের থেকে বাজেয়াপ্ত এই মদের পঞ্চম দফার নিলাম হতে চলেছে।

আরও পড়ুন- করোনার আঁতুড়ঘর! শীর্ষ আদালতের আক্রান্তের সংখ্যা বিপুল

আবগারি দফতরের এক কর্তার কথায়, পিনকন সংস্থার বেআইনি অর্থলগ্নি সংক্রান্ত তদন্তের সময়ে বিপুল পরিমাণের মদ বাজেয়াপ্ত হয়। ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট রাজ্যকে জানিয়েছিল যে ওই বাজেয়াপ্ত মদ বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য তৈরি হওয়া কমিটিকে দিতে হবে। সেই কারণেই এর আগে চার দফায় দেশি মদ নিলাম করা হয়েছে। এ বার পঞ্চম দফা। সেই সময়ই জানা গিয়েছিল যে প্রায় ১৭ কোটি টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছিল, আর এখন সেখান থেকে নিলাম করা হচ্ছে। তবে এই নিলামে সবাই অংশ নিতে পারবে না। কারা নিতে পারবে তাহলে?

আবগারি দফতর জানাচ্ছে, নিলামে অংশ নিতে গেলে যে কোনও সংস্থাকে ১ লাখ ৮০ হাজার টাকা অগ্রিম জমা দিতে হবে। আর বেশি পরিমাণে দেশি মদ কেনা ও বিক্রির অনুমোদন রয়েছে এমন সংস্থাই এই নিলামে অংশ নিতে পারবে। আর এই মদ বিক্রি করার পর যে টাকা আসবে তা চলে যাবে আদালাতের তৈরি করে দেওয়া সেই কমিটির কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =