কলকাতা: রাজ্য সরকার আবারও কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে। আজ নেতাজীর ১২৫ তম জন্ম জয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক টুইটে এই দাবি জানিয়ে বলেন, এর ফলে গোটা জাতি নেতাজীকে শ্রদ্ধা জানাতে পারবে৷ দেশনায়ক হিসাবে পূর্ণ মর্যাদায় দিনটি পালন করতে পারবে।
রাজ্য সরকার আজ এই দিনটি দেশনায়ক দিবস হিসাবে পালন করছে। নেতাজির চিন্তাধারা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা প্ল্যানিং কমিশন গঠন করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের বিভিন্ন পরিকল্পনা দেখভাল করার জন্য এই কমিশন কাজ করবে। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে জয়হিন্দ বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। এই বিশ্ববিদ্যালয় তৈরিতে রাজ্য সরকার একশো শতাংশ অর্থ খরচ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।