মঙ্গল-বুধেও কিছু জেলায় বৃষ্ট! ঝঞ্ঝা কাটিয়ে ফের শুরু হবে শীতের ব্যাটিং

মঙ্গল-বুধেও কিছু জেলায় বৃষ্ট! ঝঞ্ঝা কাটিয়ে ফের শুরু হবে শীতের ব্যাটিং

কলকাতা:  পশ্চিমী ঝঞ্ঝার গেরো কাটিয়ে ফের ছন্দে ফিরছে শীত। প্যাচপ্যাচে  বৃষ্টি কমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে শুষ্ক হাওয়া। আগামীকাল থেকেই আসবে পরিবর্তন৷ তবে আজ সকাল থেকেই দেখা মিলেছে রোদের৷ ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রাও৷ তবে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ 

আরও পড়ুন- জয়প্রকাশকে ‘সাময়িক’ বরখাস্ত বিজেপির, কোপে রীতেশও, গেরুয়া বাঁধন আরও ঢিলে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসের আশোপাশে। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে পারদ তেমন কমেনি। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার একাংশে৷ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় সকালের আকাশ ছিল কুয়াশায় ঢাকা৷ হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা সরতেই শীত ফেরার পালা৷ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না বলেই ইঙ্গিত।

তবে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। পরবর্তী ৩ দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার উত্তরবঙ্গের আটটি জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারও হালকা বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 8 =