দিঘার হোটেলের ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের!

দিঘার হোটেলের ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের!

দিঘা: বৃহস্পতিবার বেলা ১১টা৷ আচমকাই হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে গল গল করে বেড়াতে শুরু করল কালো ধোঁয়া, সঙ্গে আগুনের লেলিহান শিখা৷ প্রাণ বাঁচাতে ভয়ে হোটেলের কার্ণিশ থেকে ঝাঁপ দিলেন পর্যটকরা৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহর দিঘায়৷ ঘটনায় বেশ কয়েকজন পর্যটক ও হোটেল কর্মী জখম হয়েছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী৷ চলছে আগুন নেভানোর কাজ৷

প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড৷ তবে ঘটনার পিছনে হোটেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ সমগ্র ঘটনাকে ঘিরে সৈকত শহর দিঘায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ জানা গিয়েছে, এদিন সকালে ঘটনাটি ঘটেছে নিউ দিঘার একটি হোটেলে৷

প্রত্যক্ষদর্শীরা বলেন, আচমকায় হোটেলে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন৷ যার জেরে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অনেক পর্যটক ভয়ে ওপর থেকে ঝাঁপ দেন৷ এমন ঝাঁপ দেওয়ার কারণে তাঁরা অল্পবিস্তর জখমও হয়েছেন৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হোটেল কর্মীদের মধ্যেও৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সংশ্লিষ্ট হোটেলের মধ্যে আটকে রয়েছেন বেশ কিছু পর্যটক৷ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার পাশাপাশি তাঁদেরও উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা প্রায় ১১টা নাগাদ হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরতে দেখা যায়। তড়িঘড়ি হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কর্মীরা। দোতলায় থাকা কয়েক জন পর্যটক প্রাণ বাঁচাতে রেলিং টপকে কোনও ক্রমে নীচে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান। খবর পেয়ে দিঘা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেই সঙ্গে রামনগর থেকে আসে দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখনও আগুন নেভেনি৷ পুরো ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও প্রাণহানির কোনও খবর নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nineteen =