কলকাতা: কলকাতার পার্ক সার্কাস এলাকায় নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানুষের বসবাস হলেও বেশ কিছু এলাকা রয়েছে যেখানে দরিদ্রসীমার নিচে মানুষ বসবাস করেন। সেই সমস্ত দরিদ্র মানুষের কথা মাথায় রেখেই এলাকার কাউন্সিলর শাম্মি জাহানের উদ্যোগে দরিদ্র মানুষদের খাদ্য বিতরণ করা হয়। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েরা তাদের ইচ্ছে থাকলেও অর্থের অভাবে খুব একটা কিছুই কিনতে পারে না। সেই কারণে আজ তাদের চিপস, কেক, চকলেট, আঁকার খাতা, রং পেন্সিল ইত্যাদিও তুলে দেওয়া হয়।
আরও পড়ুন- ঢুকছে উত্তুরে হাওয়া, হু হু করে নামবে পারদ, হাড় কাঁপানো শীতের ইঙ্গিত হাওয়া অফিসের
এলাকার কাউন্সিলর শাম্মি জাহান জানিয়েছেন, দরিদ্র যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে তাদের পড়াশোনা করিয়ে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনাই তাঁর কাছে বড় একটা চ্যালেঞ্জ। যে কারণে পুরসভার এই ৬৪ নম্বর পার্ক সার্কাস এলাকায় দরিদ্র বাচ্চাদের জন্য নতুন স্কুল করার প্রস্তুতি শুরু করেছেন তিনি। এলাকায় বহু পরিবার রয়েছে যাদের যে কোনো ছোটখাটো অনুষ্ঠান করতে হলে তারা জায়গার অভাবে করে উঠতে পারেন না, সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখেই এলাকায় তৈরি হতে চলেছে একটি নতুন কমিউনিটি হল। যেখানে গরিব পরিবারের মেয়েদের বিয়ে বা যে কোনো ধরনের অনুষ্ঠান যাতে বিনা পয়সায় করতে পারেন সে কারণেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি করোনা সচেতনতায় মাস্ক বিহীন পথচারীদের মাস্ক পড়িয়ে দেন তিনি।