‘দুয়ারে সরকার’ থেকেই করোনা টিকা! নয়া উদ্যোগ রাজ্যের

‘দুয়ারে সরকার’ থেকেই করোনা টিকা! নয়া উদ্যোগ রাজ্যের

কলকাতা: এবার থেকে রাজ্যে করোনা ভাইরাস টিকা পাওয়া আরও সহজ হবে কারণ রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি থেকেই এই টিকা পাওয়া যাবে। আলাদা করে আর স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে লাইন দিতে হবে না কাউকে। এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফেব্রুয়ারি মাস থেকেই আবার চালু হচ্ছে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্প। সেখান থেকেই এবার মিলবে টিকা। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক একাধিক পরিষেবার সুবিধাও পাওয়া যাবে বলে জানান হয়েছে।

আরও পড়ুন- বাজেটের আগে শেয়ার বাজারে ধস, নিম্নমুখী সেনসেক্স-নিফটি

সব জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকদের স্বাস্থ্য দফতর জানিয়েছে যে, এবার থেকে দুয়ারে সরকার প্রকল্পের আওতায় চোখ পরীক্ষা, ডায়বেটিস-সহ বিভিন্ন রোগের চিকিৎসা, এক্স রে বা ইসিজি করা হবে। প্রয়োজন মতো রোগীদের নাম লেখান হবে। সেই প্রেক্ষিতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন তারা। এই একই ভাবে করোনা ভাইরাস টিকা পাওয়া যাবে সেখানে। যারা এখনও পর্যন্ত করোনা টিকা একটিও ডোজ বা দ্বিতীয় ডোজ নেননি, তারা নির্দিষ্ট নথি দেখিয়ে এখান থেকে টিকা পাবেন। নবান্নের তরফে জানান হয়েছে যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবাকে একেবারে সাধারণ মানুষের ঘরের দুয়ারে পৌঁছে দিতে চান। সেই কারণেই এই উদ্যোগ।

উল্লেখ্য, গত বছর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প থেকেই কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, ১০০ দিনের কাজ সহ ১০ টি প্রকল্পের কাজ করা হয়। এই বছর করোনার দাপাদাপির কারণে পিছিয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ। তবে এখন রাজ্যের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে হওয়ায় তা আবার শুরু হতে চলেছে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৪৮১ জন এবং উত্তর ২৪ পরগনা দ্বিতীয়, সেখানে সংক্রামিত ৪৩৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় ২৭৪ জন ভাইরাস আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৬৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 7 =