দিঘায় ধরা দিল কোটি টাকার মাছ! উৎসবে মাতলেন মৎস্যজীবীরা

দিঘায় ধরা দিল কোটি টাকার মাছ! উৎসবে মাতলেন মৎস্যজীবীরা

দিঘা: কথায় বলে ভগবান যখন দেন তখন ছপ্পর ফড়কে দেন৷ সেটাই ঘটল দিঘায়৷ বছরের শুরুতেই কয়েক কোটি টাকার তেলিয়া ভোলা উঠল দিঘার সমুদ্রে৷ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে কোটি টাকার এই মাছ৷ একেকটি মাছের গড় ওজন প্রায় ১৭-১৮ কোজি৷ সবমিলিয়ে পাওয়া গিয়েছে ১২১ টি মাছ৷ স্বাভাবিকভাবেই কোটি টাকা মূল্যের এই দুস্পাপ্য মাছ দেখতে এদিন সকাল থেকেই দিঘার মোহনায় মানুষের উপচে পডা় ভিড় দেখা গিয়েছে৷

জানা গিয়েছে, গভীর সমুদ্রে গিয়েছিল বিশ্বেশ্বরী ট্রলার৷ তাতেই উঠে আসে এই কোটি টাকার মাছ৷ কোটি টাকার মাছকে ঘিরে দিঘার মোহনায় কার্যত উৎসবের চেহারা নিয়েছে৷ ইতিমধ্যে সেখানে বিসিবি কাঁটায় চলছে মাছ ওজনের কাজ৷ মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউৎ বলেন, ‘‘চলতি বছরে এই প্রথম একসঙ্গে একটি ট্রলারে ১২১ টি তেলিয়া ভোলা দেখতে পাওয়া গিয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থা মাছগুলি কিনতে চেয়ে আমাদের সঙ্গে যোগাযোগও করেছে৷’’

মৎস্যজীবীরা জানিয়েছে, এই মাছের পেটে থাকা পটকা দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের জীবন দায়ী ঔষধ৷ তাই এই মাছের আর্থিক মূল্য বরাবরই বেশ ভালই থাকে৷ বস্তুত,  এই ধরণের দুষ্প্রাপ্য মাছ মাঝে মধ্যেই গভীর সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। তা বলে একসঙ্গে এত পরিমাণ তেলিয়া ভোলা দিঘার সমুদ্রে এই প্রথম৷ স্বাভাবিকভাবেই পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় এদিন তেলিয়া ভোলাকে কেন্দ্র করে রীতিমতো হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়৷ দূর দুরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =