দিনহাটা: তিনি অনেক সময়ই বিতর্কিত মন্তব্য করেছেন যা রাজ্য রাজনীতির উত্তাপ বৃদ্ধি করেছে। বিধানসভা ভোটের সময় হোক, কিংবা উপনির্বাচন, তৃণমূল নেতা উদয়ন গুহ বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকেন। এবারেও পুরভোটের আগে এমন কথা বললেন তিনি যে খোদ তৃণমূল নেতারাই সেই কথা শুনে চটেছেন। তাদের বক্তব্য, উদয়ন এই ধরণের মন্তব্য করে সরকারের প্রকল্পকেই হেয় করেছেন। কিন্তু ঠিক কী বলেছেন উদয়ন গুহ?
আরও পড়ুন- বীরসা মুণ্ডর জন্ম দিবসে পালিত হবে জনজাতি গৌরব দিবস: রাষ্ট্রপতি
কিছুদিন পরেই পুরভোট, তাই দিনহাটার বিভিন্ন ওয়ার্ডে কর্মিসভা করছেন উদয়ন গুহ। কোনও এক কর্মিসভা থেকেই তিনি মন্তব্য করেন যে, অনেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, মিটিং-মিছিল করছেন কিন্তু তাদের ভোট দিচ্ছেন না। তাদের জন্য ‘দুয়ারে প্রহার’ প্রকল্প শুরু হবে! তাঁর কথায়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে যদি কেউ ভোট দেওয়ার সময় অন্য কাউকে ভোট দেন, তাহলে তাদের জন্যই চালু হবে এই ‘দুয়ারে প্রহার’ প্রকল্প। উদয়ন গুহর এই মন্তব্য কার্যত শোরগোল শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষ তো বটেই, তৃণমূল অন্দরেও সমালোচনা শুরু হয়েছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে, এই বক্তব্য দলের কেউ সমর্থন করে না। এতে ভাষাগত হিংসা শুরু হয়ে যেতে পারে এলাকায়। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল মানুষের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন। সেই প্রকল্পের নামে এই মন্তব্য কখনই সমর্থন যোগ্য নয়।
এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে খোঁচা মারতে ছাড়েনি বিজেপি শিবির। তাদের পক্ষ থেকে বলা হয়েছ, সাধারণ মানুষের উদয়ন গুহকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ এতদিন ধরে তৃণমূল কী ভাবে সরকার চালাচ্ছে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন একেবারে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার এই ভাবেই ভোটে অংশ গ্রহণ করে তা কার্যত পরিষ্কার।