তারাপীঠে অনুব্রতের মহাযজ্ঞে পোড়ান হল ৪ টন ঘি, ৩ কুইন্টাল বেল কাঠ

তারাপীঠে অনুব্রতের মহাযজ্ঞে পোড়ান হল ৪ টন ঘি, ৩ কুইন্টাল বেল কাঠ

তারাপীঠ: দোড়গড়ায় হাজির পৌরসভা নির্বাচন। সেই ভোটে যেন আশানুরূপ ফল হয় সেই উদ্দেশ্যে আগেই মহাযজ্ঞের কথা জানিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।  বৃহস্পতিবার তারাপীঠে সশরীরে  সেই যজ্ঞে উপস্থিত হয়ে যজ্ঞে আহুতি দিলেন অনুব্রত মণ্ডল।

 সকাল দশটার থেকেই শুরু হয় মহাযজ্ঞ । যজ্ঞে অনুব্রত মণ্ডল সহ উপস্থিত রয়েছেন তৃণমূলের বিধায়ক ও দলীয় কর্মীরা । দলীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার এসএসকেএম থেকে ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার সকালে তারাপীঠে মহাযজ্ঞে অংশগ্রহণ করেন জেলা সভাপতি । এরপর এদিন অনুব্রত তারাপীঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘চিকিৎসক আপাতত বিশ্রামে থাকতে বলেছে । যতক্ষণ পারব এই যজ্ঞে থাকব।’’

বস্তুত, এদিনই পুরভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের বাকি ১০৮ পুরসভায় ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি৷ এবিষয়ে অনুব্রত বলেন, ‘‘সারা পশ্চিমবঙ্গের সবকটি পৌরসভা নির্বাচনেই তৃণমূলের জয়জয়কার হবে৷’’ একই সঙ্গে রহস্য জিইয়ে রেখে তিনি বলেন, ‘‘এই যজ্ঞের কিছু উদ্দেশ্য রয়েছে, তবে তা এখন বলব না, পরে বলব৷’’

বস্তুত,  যজ্ঞের জন্য সেখানে ১০ জনের বেশি পুরোহিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই মহাযজ্ঞে তিন কুইন্টাল বেল কাঠ, ৪ টিন ঘি, প্রায় তিন হাজার বেল পাতা পোড়ানো হচ্ছে। অনুব্রত ছাড়াও জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদ ও দলীয় নেতাকর্মীরা এই যজ্ঞের সামিল হয়েছেন। যজ্ঞ শেষে গরিব দুঃস্থ মানুষদের নরনারায়ন সেবারও ব্যবস্থা রাখা হয়েছে । তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, মন্দির চত্বরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে , সমস্ত আয়োজন করেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =